বাংলাদেশ

সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : পর্ব-১ ( ৫০ টি প্রশ্ন)

০১) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উত্তরঃ সার্বভৌম প্রজাতন্ত্র।

০২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তরঃ সংবিধান।

০৩) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তরঃ ২৫

০৪) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তরঃ ২৫ বছর।

০৫) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উত্তরঃ ৩৫ বছর।

০৬) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।

০৭) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২।

০৮) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উত্তরঃ ০৪ নভেম্বর,১৯৭২।

আরও দেখুনঃ বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান

০৯) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।

১০) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২।

১১) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উত্তরঃ ৩৪ জন।

১২) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উত্তরঃ ডঃ কামাল হোসেন।

১৩) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উত্তরঃ বেগম রাজিয়া বেগম।

১৪) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উত্তরঃ ২ টি। বাংলা ও ইংরেজি।

১৫) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উত্তরঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ।

১৬) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উত্তরঃ ১১ টি।

১৭) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উত্তরঃ ১৫৩ টি।

১৮) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উত্তরঃ আবদুর রাউফ।

১৯) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উত্তরঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।

২০) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উত্তরঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

২১) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উত্তরঃ ২ মেয়াদকাল।

২২) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৩) জাতীয় সংসদের সভাপতি কে?
উত্তরঃ স্পিকার।

২৪) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উত্তরঃ স্পিকারের উদ্দেশ্যে।

২৫) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?    উত্তরঃ রাষ্ট্রপতি।

২৬) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৬) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তরঃ সুপ্রীম কোর্ট।

২৭) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উত্তরঃ ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।

২৮) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উত্তরঃ ৬৭ বছর পর্যন্তু।

২৯) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উত্তরঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।

৩০) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৩১) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৩২) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

৩৩) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উত্তরঃ ১১ অনুচ্ছেদ।

৩৪) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উত্তরঃ ১৪ অনুচ্ছেদ।

৩৫) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উত্তরঃ ২২ অনুচ্ছেদ।

৩৬) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ২৭ অনুচ্ছেদে।

৩৭) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।

৩৮) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।

৩৯) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।

৪০) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।

৪১) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।

৪২) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৮অনুচ্ছেদে।

৪৩) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (১)অনুচ্ছেদে।

৪৪) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯(২)ক অনুচ্ছেদে।

৪৫) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (২) খঅনুচ্ছেদে।

৪৬) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।

৪৭) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।

৪৮) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।

৪৯) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উত্তরঃ ৭৪ অনুচ্ছেদ।

৫০) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উত্তরঃ ৭৭ অনুচ্ছেদে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.