বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; দুতরফা দাখিলা পদ্ধতি;
শিখনফল/বিষয়বস্তু:
ক. দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা;
খ. দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য;
গ. দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ;
ঘ. ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি
ঙ. দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
চ. হিসাব চক্র
ছ. হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি;
জ. একতরফা দাখিলা পদ্ধতি;
৯ম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট:
ক. হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।
খ. লিমন ট্রেডার্সের ২০২৫ সালের জানুয়ারি মাসের নিম্নের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করঃ-
জানুয়ারি ০১: দোকান ভাড়া পরিশােধ করা হলাে ২০,০০০ টাকা। জানুয়ারি ০৫: ধারে পণ্য ক্রয় ৫৭,০০০ টাকা; জানুয়ারি ১০: ব্যাংক থেকে উত্তোলন করা হলাে ২৫,০০০ টাকা;
জানুয়ারি ২০: ক্রয় ফেরত ৪,০০০ টাকা। জানুয়ারি ২৮: পুরাতন টেবিল বিক্রয় ২,৫০০ টাকা;
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
১. পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলাে সম্পর্কে ধারণা নেওয়া;
২. প্রয়ােজন হলে মােবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের স্মরণাপন্ন হওয়া;
৩. ইন্টারনেট এর মাধ্যমে গুগল ও ইউটিউবের সহায়তা নেয়া;
৪. সম্ভব হলে একাদশ-দ্বাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান বইয়ের সহয়তা নেয়া যেতে পারে;
৯ম শ্রেণির ১৩তম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
ক. হিসাব চক্রের বিভিন্ন ধাপসহ একটি চিত্র উপস্থাপন কর।
১. লেনদেন শনাক্তকরণ: হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।
২. লেনদেন বিশ্লেষণ: এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাবখাতগুলো চিহ্নিত করা হয়।
৩. জাবেদাভুক্তকরণ: বিশ্লেষণকৃত হিসাবখাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
৪. খতিয়ানে স্থানান্তর: এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাবখাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়।
৫. রেওয়ামিল প্রস্তুতকরণ: লেনদেনসমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কি না তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়।
৬. সমন্বয় দাখিলা: ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়।
৭. কার্যপত্র প্রস্তুত: আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘরবিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বলে।
৮. আর্থিক বিবরণী প্রস্তুত: আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়।
৯. সমাপনী দাখিলা: কারবারের মুনাফাজাতীয় আয় এবং মুনাফাজাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। এক বছররের আয়-ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়।
১০. হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা: সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয়, ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়।
খ. লিমন ট্রেডার্সের ২০২৫ সালের জানুয়ারি মাসের নিম্নের কয়েকটি লেনদেন থেকে ছকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহের নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করঃ-
জানুয়ারি ০১: দোকান ভাড়া পরিশােধ করা হলাে ২০,০০০ টাকা। জানুয়ারি ০৫: ধারে পণ্য ক্রয় ৫৭,০০০ টাকা; জানুয়ারি ১০: ব্যাংক থেকে উত্তোলন করা হলাে ২৫,০০০ টাকা;
জানুয়ারি ২০: ক্রয় ফেরত ৪,০০০ টাকা। জানুয়ারি ২৮: পুরাতন টেবিল বিক্রয় ২,৫০০ টাকা;