ষষ্ঠ শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? ইতোমধ্যে তোমাদের সপ্তম সপ্তাহের গণিত পাঠ বইয়ের দ্বিতীয় এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য আজ ৬ষ্ঠ শ্রেণি গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা উত্তর নিয়ে হাজির হলাম।
আশা করছি এর মাধ্যমে তোমরা সঠিকভাবে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের গণিত বিষয়ের এসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে এবং যথাসময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে।
গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট
তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণির গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ধারণ করা হয়েছে। তোমরা গণিত পাঠ বইয়ের প্রথম অধ্যায় পাঠ ১.১- অংক পাতন থেকে ১.২৪-দশমিক ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু পর্যন্ত অধ্যয়ন করার পর এই এসাইনমেন্ট নিষ্পন্ন করতে বলা হয়েছে।
ষষ্ঠ শ্রেণি সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখার জন্য ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগের নিয়ম অনুসরণ করে সমস্যাটি সমাধান করতে হবে।
এই এসাইনমেন্টে তোমাদের মূল্যায়ন রুপিস হিসেবে দেয়া হয়েছে: ক. ভগ্নাংশের প্রকৃত কারণ, খ. ভগ্নাংশের গুণফল কে দশমিকে রূপান্তর, গ. ভগ্নাংশের বিয়োগ ফল শিখন, ও ঘ. ভগ্নাংশের সরলীকরণ।
৬ষ্ঠ শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট সমাধান
যথাযথ মূল্যায়ন নির্দেশনা ও অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন অনুসরণ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের একটি বাছাই করার নমুনা উত্তর প্রস্তুত করে দেওয়া হল।
এসাইনমেন্ট এর উত্তরটি অনুসরণ করে তোমাদের সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান করলে আশা করছি সর্বোচ্চ নম্বর পাবে। তবে তোমরা এখান থেকে হুবহু কপি না করে নিজেদের মতো করে সমস্যার সমাধান করার চেষ্টা করবে।
নিচের ছবিগুলোতে তোমাদের জন্য ৭ম সপ্তাহের গণিত বিষয়ের বাছাই করা নমুনা উত্তর দেওয়া হল। তাহলে আর সময়ক্ষেপণ না করে তোমাদের সপ্তাহের গণিত বিষয়ের নমুনা উত্তরটি দেখে অ্যাসাইনমেন্ট লেখা শুরু করে দাও-