Hindu Religion Assignment

শ্রী শ্রী চন্ডী পূজা কেন করা হয়?

শ্রী শ্রী চন্ডী পূজা কেন করা হয়?

দেবীমহোত্ম্যম গ্রন্থের সর্বোচ্চ দেব চন্ডী বা চন্ডীকা। তিনি দূর্গা সপ্তশতী নামেও বেশ পরিচিত।

মহাকালী,মহালক্ষ্মী,মহাস্বরসতী দেবীর সমন্বয়ে এই গ্রন্থে চন্ডীকে মহাশক্তি বা আদিশক্তি বা সর্বোচ্চ সত্ত্বা নামে অভিহিত করা হয়েছে। তাকে দেবী পার্বতীর রুদ্দ্র বা উগ্র অবতার বিশেষ বলে উল্লেখ করা হয়েছে এবং তিনি অষ্টদশভূজা মহালক্ষ্মী । এই কারনে তিনি বিভিন্ন গোত্রে বংশে বা অঞ্চলে বিভিন্ন ভাবে পুজিত হোন। যেহেতু তাকে দুর্গার অবতার ভাবা হয় তাই অসুরবোধের জন্যও পুজা করা হয়। দেবতাগন অসুরদের কাছে পরাজিত হলে তিনিই রক্ষা করেন স্বর্গ বা কৈলাস। একারনেও তাকে পূজা করা হয়।
তাকে যেহেতু আদিশক্তির সমন্বিত রুপ তাই তাকে বিশ্বব্রাম্মান্ডের সত্ত্বা হিসাবেও পুজা করা হয়। আদিবাসী বা তান্ত্রিক গোষ্টি আবার তাকে মহাশক্তিধর হিসাবেও পূজা করেন।

তাই বলা যায় তাকে বহুরুপের একক সমন্বয় হিসাবে সবকিছুর মূলে পুজা করা হয়।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.