যারা অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্যবহার করে তাদের জন্য বিকাশ কতৃপক্ষ এমন একটি নিয়ম বা সিস্টেম অথবা ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে যদি কখনো আপনার মোবাইল ফোনের ব্যালেন্স কথা বলতে বলতে শেষ হয়ে যায়। তাহলে অটোমেটিক ভাবে রিচার্জ হয়ে যাবে। আমাদের অনেকেরই এই সমস্যাটা দেখা যায়।

যে যদি কখনো কারো সাথে কথা বলি তাহলে হঠাৎ করে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়। এতে করে যদি আমরা সাথে সাথে রিচার্জ করতে না পারি তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এছাড়াও যে সমস্যাটা সম্মুখীন হই সেটা হলো হঠাৎ করে ফোন কেটে গেলে, যেসব কথা আমরা বলতে থাকি এই কথাটা আর পরবর্তীতে বলতে পারিনা

তাই তাদের কথা চিন্তা করে বিকাশ অটো ব্যালেন্স যুক্ত করা একটি নতুন ফিচার যুক্ত করেছে। যেটার সাহায্যে যদি কখনো স্মার্টফোনে কথা বলতে বলতে টাকা শেষ হয়ে যায়। তাহলে আপনি আপনি করে অটো রিচার্জ হওয়ার মাধ্যমে মোবাইল ব্যালেন্সে টাকা যুক্ত হয়ে যাবে। এতে করে আপনি কথা বলতে পারবেন আপনার কথা থামবে না।

আশা করি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোনে অটো বিকাশ থেকে balance-recharge সিস্টেমটি চালু করে রাখতে পারবেন। এমনকি জানতে পারবেন যে কিভাবে বিকাশে অটো রিচার্জ সিস্টেম চালু করতে হয়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

এতে করে দেখা যাবে খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ থেকে অটো রিচার্জ করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোনে বিকাশ থেকে অটো রিচার্জ করার নিয়ম সম্পর্কে।

বিকাশ অটো রিচার্জ চালু করবেন কিভাবে?

এবার তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশ অটো রিচার্জ চালু করে ব্যবহার করবেন। আপনার ফোনে যদি আপনি অটো রিচার্জ চালু করতে চান বিকাশ থেকে তাহলে এই জন্য প্রথমে আপনাকে *247# ডায়াল করতে হবে। এটা ডায়াল করে খুব সহজে অটো রিচার্জ অপশন চালু করতে পারবেন।

এই জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *247#। এরপরে *247# ডায়াল করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেখানে থেকে 3 নাম্বার অপশন টি বেছে নেওয়ার জন্য 3 লিখে রিপ্লাই করবেন। এখন আপনার সামনে অনেকগুলো মোবাইল ফোন অপারেটর আসবে। যেমন বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল ইত্যাদি।

এখান থেকে অটো রিচার্জ অফশন নামের একটি অপশন দেখতে পাবেন। এই জন্য আপনাকে 3 রিপ্লাই দিতে হবে। 3 লিখে রিপ্লাই দেওয়ার পর অটো রিচার্জ অপশন চালু করার জন্য এখন আপনাকে 1 লিখে রিপ্লাই দিতে হবে। এখন আপনাকে টাইপ করতে হবে কত টাকা অটো রিচার্জ অপশন চালু করবেন। মানে যদি আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে অটো রিচার্জ থেকে কত টাকা যুক্ত হবে।

এখন যদি আপনি 20 টাকা যুক্ত করতে চান তাহলে 20 টাকা লিখে রিপ্লাই করবেন। 20 টাকার লিখে রিপ্লাই করার পর এখন আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিতে হবে। বিকাশ একাউন্টের পিন নাম্বার দেওয়ার পর এখন আপনার ফোনে দেখবেন কিছুক্ষণ পর সাকসেসফুল একটি ম্যাসেজ এসেছে। এই মেসেজটি আসার কারণ হলো আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো রিচার্জ অপশনটি চালু হয়ে গিয়েছে।

এই পদ্ধতি অনুসরণ করে আপনি যেকোনো মোবাইল অপারেটরের নাম্বারে অটো রিচার্জ অপশন চালু করে টাকা রিচার্জ করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে যদি আপনি অটো রিচার্জ যখন চালু করতে চান। তাহলে এই জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপস এ প্রবেশ করতে হবে। এরপরে আপনাকে মোবাইল রিচার্জ অপশনটি সিলেক্ট করে নিতে হবে।

মোবাইল রিচার্জ অপশন সিলেক্ট করার পর আপনার সামনে অনেক গুলো অপারেটর আসবে। যেমন; গ্রামীন, বাংলালিংক, রবি, এয়ারটেল। আপনার যে অপারেটর সেই অপারেটর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার সামনে রিচার্জের পরিমান লিখতে হবে। কত টাকা মোবাইলে চার্জ করতে চান সেটা লিখতে হবে।

এরপর আপনাকে বিকাশের পিন দিয়ে ট্যাপ করে ধরে কনফার্ম করতে হবে কনফার্ম করার সাথে সাথেই আপনার ফোনে একটি কংগ্রাচুলেশন মেসেজ আসলে বুঝে যাবেন যে আপনার সিমে অটো রিচার্জ সিস্টেম চালু হয়ে গিয়েছে।

আশাকরি এখন আপনি খুব সহজেই যেকোনো অপারেটর থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে অটো রিচার্জ অপশন চালু করে মোবাইল রিচার্জ করতে পারবেন। এর পরও যদি অন্য কোনো কারণে বুঝতে পারেন যে কিভাবে আপনার ফোনে অটো রিচার্জ অপশন চালু করবেন। তাহলে এই জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারেন।

যাতে করে আমরা আপনার সমস্যাটির সমাধান করে দিতে পারি। আর আপনি যেন খুব সহজে বিকাশ থেকে আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে অটো রিচার্জ করার মাধ্যমে টাকা রিচার্জ করে দিতে পারেন।

 

জানতে ও জানাতে চাই।