অধ্যায় ও শিরোনামঃ প্রথম, শরীর চর্চা ও সুস্থ জীবন; পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ ১. বিশ্রাম, ঘুম ও বিনােদনের প্রয়ােজনীয়তা; ২. বয়স ও শারীরিক গঠন অনুসারে বিশ্রাম ও ঘুমের চাহিদা; ৩. শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব;
সরঞ্জামবিহীন ব্যায়াম : স্পিড এক্সারসাইজ, এবভুমিনাল এক্সারসাইজ,
সরঞ্জামসহ ব্যায়ামঃ ক্লাইমবিং, রােপ, রােমানরিং
এডুকেশনাল জিমন্যাসট্রিক্সঃ হেডল্ডিং, নেকল্ডিং, হ্যান্ডস্প্রিং, লেগস্প্রিং, হ্যান্ড স্ট্যাণ্ড, হেড স্ট্যান্ড: অনুশীলন (১) • মূল্যায়ন (১)
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
‘সুস্থ দেহে সুন্দরমন’- এই প্রবাদটির আলােকে তােমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমের একটি ধারাবাহিক তালিকা তৈরি কর। (সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানাের আগ পর্যন্ত)
নির্দেশনাঃ
১. ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা বা খাতার সাদা পৃষ্ঠা জোড়া লাগিয়ে পয়েন্ট আকারে তালিকা তৈরি করা যেতে পারে।
২. পরিবারের অন্যান্য সদস্যদের সহযােগিতা নেওয়া যেতে পারে।
৩. পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে তালিকা তৈরি করা যেতে পারে।