২০২৫ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা ২০২৫ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান- হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ।
আজকের আলোচনা সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে তোমরা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ৫স সপ্তাহের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে। আমরা এইচএসসি পরীক্ষা ২০২৫ এর জীববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্টের দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।
এইচএসসি ২০২৫ পঞ্চম জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট : হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
১. অ্যাসাইনমেন্টের কাঠামাে ও পুষ্প সংকেতের চিহ্নসমূহ পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। সেটি আগে লক্ষ করতে হবে।
২. একটি টেড়শ নিয়ে ধারালাে চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশে কাপড়ের রং, নেইলপলিশ, কলম বা সাইনপেন, জলরং বা পােস্টার কালার কিংবা অন্য কোনাে সহজলভ্য রং লাগিয়ে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় এর একটি বা দুইটি ছাপ দিয়ে নিম্নলিখিত বিষয় গুলাে ছক-১ এ উপস্থাপন করতে হবে।
- ছাপটি শনাক্তকরণ (উদ্ভিদ অঙ্গসংস্থানিক ভাষায় ছাপের আকৃতিটিকে কী নামে ডাকা হয়?)
- ছাপটির বিভিন্ন অংশের নাম লেবেলিং
- শনাক্তকরণের যৌক্তিক ব্যাখ্যা (৩০-৫০ শব্দে)
৩. Malvaceae কিংবা Poaceae গােত্রের যেকোনাে একটি ফুল নিতে হবে। (যদি না পাওয়া যায় তাহলে অন্য যেকোনাে একটি ফুল নেওয়া যাবে।)
৪. ফুলটির উপবৃতি (যদি থাকে), বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের সংখ্যা গণনা, এবং স্তবকসমূহের সংযুক্তি ও গর্ভাশয়ের অবস্থান, লিঙ্গ এবং অমরাবিন্যাস নির্ণয় করতে হবে। প্রাপ্ত উপাত্তগুলাে ছক-২ এর নির্ধারিত ঘরসমূহে পূরণ করতে হবে। সেই অনুযায়ী নির্ধারিত ঘরে ফুলটির পুষ্প সংকেত লিখতে হবে;
৫. সাবধানতা: ধারালাে বস্তু ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে; প্রয়ােজনে পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করতে হবে;
এইচএসসি পরীক্ষা ২০২৫ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান
ছাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যঃ
- ১.এটির উপর অংশ সবুজ।
- ২.পুরো ভেতরে অর্থাৎ অন্তর্কাপে সাদা বীচের উপস্থিতি রয়েছে।
- ৩.মেসোকার্প অংশটি সাদা ও উপর থেকে নিচে বিস্তৃত।
- ৪.নিচে সেপ্টামের অবস্থান রয়েছে।
- ৫.বাইরের অংশ লম্বাকৃতি।
- ৬.এটির কচি অংশ মিউসিলেজপূর্ন।
উপরিউক্ত বৈশিষ্ট্য হতে বলা যায়, এটি ঢেঁড়স বা Abelmoscus esulentus.
এটি যে গোত্রের অন্তর্ভুক্ত তা হলো Malvaceae. নিচে এই গোত্রের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলোঃ
- ১.উদ্ভিদের কচি অংশে রোম ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল) রস বিদ্যমান থাকে।
- ২.পাতা সরল,
- ৩.পাতা একান্তর, মুক্ত-পার্শ্বীয় উপপত্রযুক্ত হয়।
- ৪.পুষ্প সাধারণত উপবৃত্তিযুক্ত
- ৫. পাপড়িগুলো কুঞ্চিত ও মিউসিলেজপূর্ণ রসযুক্ত।
- ৬.পরাগধানী একপ্রকোষ্ঠী হয়
- ৭.পরাগধানী বৃক্কাকার হয়।
- ৮.পুংকেশর বহু
- ৯. একগুচ্ছ ও দললগ্ন
- ১০. পুংকেশরীয় নালিকা গর্ভদন্ডের চারিদিকে বেষ্টিত থাকে।
- ১১.পরাগরেণু বৃহৎ ও কন্টকিত হয়।
Malvaceae গোত্রের আমরা জবা ফুল নিয়েছিলাম এবং এটির মধ্যে নিম্নের বৈশিষ্ট্য দেখা যায়ঃ
নমুনাঃ জবা(Hibiscus rosa-sinensis)
উপবৃতিঃ উপবৃত্যাংশ ৫টি
বৃতিঃ বৃত্যাংশ ৫ টি, আঠালো পিচ্ছিল প্রান্ত
উপবৃতির বিন্যাসঃ ভালভেট
বৃতির বিন্যাসঃ ভালভেট
পুংস্তবকের সংখ্যাঃ পুংকেশর অসংখ্য পুংদণ্ড নল সৃষ্টি করে।
স্ত্রীস্তবকের সংখ্যাঃ গর্ভপত্র ৫টি, গর্ভাশয় ৫ প্রকষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড ১টি, গর্ভমুণ্ড ৫টি।
দলমন্ডলঃ ৫টি
স্তবকের সংযুক্তিঃ পুংদণ্ড গর্ভদণ্ডকে বেষ্টন করে, উপবৃতি অসংযুক্ত, বৃতি সংযুক্ত।
পুষ্পপত্রবিন্যাসঃ পাকানো বা twisted
অমরাবিন্যাসঃ অক্ষীয়।
জবা বা Hibiscus rosa-sinensis এর পুষ্প সংকেত :
ব্যাখ্যাঃ
- মন্ত্ররিপত্র ও উপমন্ত্ররিপত্র নেই।
- ফুল বহিপ্রতিসম ও উভলিঙ্গ।
- ৫টি উপবৃতি,৫টি বৃত্যাংশ
- পাপড়ি ৫টি মুক্ত,
- পুংকেশর অসংখ্য,
- গর্ভপত্র ৫টি সংযুক্ত,
- গর্ভাশয় অধিগর্ভ।