নির্ধারিত কাজঃ কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর
পর্যবেক্ষণের বিষয় | গাছের বৈশিষ্ট্য |
---|---|
ক। কী ধরনের উদ্ভিদ | ক। কাঁঠাল একটি দ্বি-বীজপত্রী, কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ |
খ। কাণ্ডের বৈশিষ্ট্য | খ। কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং ২১ মিটার পর্যন্ত লম্বা হয়। |
গ। বীজের বর্ণ | গ। বীজ সাদা বর্ণের। |
ঘ। ফুলের বর্ণ | ঘ। ফুল সবুজ বর্ণের হয়। |
ঙ। কোথায় কোথায় চাষ হয় | ঙ। সিলেট, চট্রগ্রাম ও রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ |
চ। কেমন মাটিতে চাষ হয়। | চ। পলি-দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ ভালো হয়। |
আরও উত্তরঃ