মানুষ বেচে থাকার জন্য যেমন প্রয়োজন হয় খাবারের ঠিক তেমনিভাবে প্রয়োজন হয় অক্সিজেনের আর মানব দেহে এই অক্সিজেন সরবরাহকারী হিসেবে প্রতিনিয়ত কাজ করে থাকে ধমনি এবং শিরা। ধমনীর উৎসস্থল হল হৃৎপিণ্ড অপরপক্ষ্যে শিরার উৎসস্থল হল জালক। আপনি ধমনি ও শিরার মধ্যে পার্থক্য কি সেটা জানার জন্য অনুগ্রহ করে এই অধ্যায়টি সম্পূর্ণ পড়ুন।
ধমনী ও শিরা কাকে বলে?
ধমনি কি এবং এর কাজ কি?
ধমনি (ইংরেজি: Artery; গ্রিক ἀρτηρία – artēria, “শ্বাসনালী, ধমনি”) মানব শরীরের এমনসব রক্তবাহী নালি যা হৃৎপিণ্ড হতে পরিশোধিত রক্ত বহন করে মানব শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনি সবসময় পরিশোধিত তথা অক্সিজেন সমৃদ্ধ (অক্সিজেনেটেড) রক্ত শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে; তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনি এবং আমবিলিক্যাল ধমনি।
মহা ধমনী কি?
মহা ধমনী বা গ্রীবা হচ্ছে মানব দেহের প্রধান ও সর্ববৃহৎ ধমনী। এটি হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে উৎপন্ন হয়ে উদর পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে যেখানে এটি সাধারণ ইলিয়াক ধমনী নামক দুটি ছোট ছোট শাখা ধমনীতে বিভক্ত হয়েছে। মহা ধমনী সংবহন তন্ত্রের সকল অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে।
শিরা (Vein):
শিরা (ইংরেজি: Vein) বলতে বুঝায়, যে সকল রক্তবাহিত নালি দেহের বিভিন্ন অংশ হতে রক্ত বহন করে হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করায় তাদেরকে শিরা বলে। শিরা সাধারণত অপরিশোধিত রক্ত (অক্সিজেন বিহীন বা ডিঅক্সিজিনেটেড রক্ত) বহন করে থাকে। ব্যতিক্রমধর্মী হচ্ছে ফুসফুসীয় শিরা বা পালমোনারী শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজিনেটেড রক্ত বহন করে।
ধমনী ও শিরার মধ্যে পার্থক্য
সৃষ্টিগত দিক দিয়ে ধমনি ও শিরা এরা মূলত রক্তনালী এবং এদের উভয়ের কাজ এক হলেও দায়িত্ব ভিন্ন। যেসকল রক্তনালীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে প্রবাহিত হয়, তা-ই ধমনি। যেসব নালি দিয়ে অপরিশোধিত রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে শিরা বলে। নিচে উভয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো:
ধমনি |
শিরা |
ধমনীর উৎসস্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল জালক | শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড। |
ধমনীর প্রাচীর পুরু ও গহ্বর ছোট | শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড় |
ধমনীর মধ্যে কপাটিকা থাকে না | শিরার মধ্যে কপাটিকা থাকে |
ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়ে থাকে। | শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডের দিকে পরিবাহিত হয়। |
ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত বা অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয় (ব্যতিক্রম- ফুসফুসীয় ধমনী, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয়) | শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডি অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয়, (ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয়) |
ধমনীর মধ্যে দিয়ে রক্ত দ্রুত বেগে প্রবাহিত হয় | শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে বা আস্তে আস্তে প্রবাহিত হয় |
ধমনীর স্পন্দন আছে | শিরার কোন স্পন্দন নেই |
ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় | শিরা কেটে গেলে গল গল করে রক্ত বের হয় |
অক্সিজেনের পরিমাণ বেশি থাকে | অক্সিজেনের পরিমাণ কম থাকে |
কার্বন ডাইক্সাইডের পরিমাণ কম থাকে। | কার্বন ডাইক্সাইডের পরিমাণ বেশি থাকে। |
কোনটি শিরা হলেও অক্সিজেনযুক্ত রক্ত বহন করে?
সকল শিরা অক্সিজেন বিহীন রক্ত বহন করে থাকে, শুধুমাত্র একটি শিরার ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে।
সারসংক্ষেপ:
আজকে আমরা দেখলাম যে, ধমনি ও শিরার মধ্যে পার্থক্য গুলি কি কি এটি সহ আরো অনেক বিস্তারিত বিষয়। আমাদের পোস্টটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আমাদের বাকি পোস্ট গুলো ভিজিট করতে ভুলবেন না!