Class 6 math

৬ষ্ঠ শ্রেণি গণিত ১৩ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

মাউশি ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৩ তম সপ্তাহে অধ্যায়-দ্বিতীয়; অনুপাত ও শতকরা অংশের পাঠসূচী অনুযায়ী ২.১ অনুপাত ২.২ বিভিন্ন অনুপাত ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক ২.৪ ঐকিক নিয়ম থেকে একটি অ্যাসাইনমেন্ট প্রদান করেছে। শিক্ষার্থী বন্ধুদের জন্য ৬ষ্ঠ শ্রেণি গণিত ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান আজকে হাজির হলাম।

আমাদের প্রদত্ত ৬ষ্ঠ শ্রেণি গণিত ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর অনুসরণ করে আপনি খুব ভালো ভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনাদের জন্য ১৩ তম সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট, শিরোনাম, সংক্ষিপ্ত পাঠ্যসূচী এবং মূল্যায়নের যাবতীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হলো।

৬ষ্ঠ শ্রেণি গণিত ১৩ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

প্রথমে আমরা ২০২৫ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তেরোতম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট এর প্রশ্নটি দেখবো এবং লেখার নির্দেশনা সমূহ ভালোভাবে দেখবো যাতে আমাদের ৬ষ্ঠ শ্রেণি গণিত ১৩ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করা সহজ হয়ে যায়।

নিচের ছবিতে ষষ্ঠ শ্রেণি ত্রয়োদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন সমূহ দেখে নেই

https://i.imgur.com/qDJjJCS.jpg

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; অনুপাত ও শতকরা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়বস্তু:

২.১ অনুপাত ২.২ বিভিন্ন অনুপাত ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক ২.৪ ঐকিক নিয়ম;

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

কমলার বর্তমান দাম ৫ % বেড়ে যাওয়ায় ৫৫২ টাকায় পূর্বাপেক্ষা ৮টি কমলা কম পাওয়া যায়;

(ক) ৪% কে ভগ্নাংশে এবং ১৫% কে অনুপাতে প্রকাশ কর;

(খ) প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় কর;

(গ) প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে ২৫২ % লাভ হতাে তা নির্ণয় কর;

ষষ্ঠ শ্রেণি ১৩ তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান

এখন আমরা ধাপে ধাপে উপরে প্রদত্ত সরকারি বেসরকারি নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত ১৩ তম সপ্তাহের গণিত বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট সমাধান বা উত্তর করার চেষ্টা করবো। তোমরা নিচের প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে দেওয়া উত্তরগুলো অনুসরণ করে নিজের মেধা ও মননকে কাজে লাগিয়ে একটি সুন্দর এ্যাসাইনমেন্ট লিখে তোমার বিষয় শিক্ষকের নিকট জমা দাও;

(ক) ৪% কে ভগ্নাংশে এবং ১৫% কে অনুপাতে প্রকাশ কর;

প্রশ্ন-ক এর উত্তর

https://i.imgur.com/dDNzEfG.jpg

(খ) প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় কর;

প্রশ্ন-খ এর উত্তর

https://i.imgur.com/ktKACe9.jpg

(গ) প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে ২৫২% লাভ হতাে তা নির্ণয় কর;

প্রশ্ন-গ এর উত্তর

https://i.imgur.com/SGCUHd1.jpg

উত্তরদাতা, খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ;

৬ষ্ঠ শ্রেণি ১৩ তম সপ্তাহে অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন

মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ করণ

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.