অসংখ্য দোলাচল পেরিয়ে, সংশয় ঝেড়ে ফেলে অবশেষে শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। বিশ্বব্যাপী মহামারী এবারের অলিম্পিককে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। তবে দেরীতে হলেও সবার সন্দেহকে উড়িয়ে দিয়ে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক নামের সুপ্রাচীন ও সুবিশাল এক ক্রীড়াযজ্ঞ।
খেলাধুলার জগতে সত্যিকারের অর্থেই যদি কোন মিলনমেলা থেকে থাকে, তবে তার আক্ষরিক উদাহরণ নিশ্চয়ই অলিম্পিক। এতো বেশী সংখ্যক ক্রীড়াবিদদের আগমন এখানে হয় যে শুনে বিশ্বাস করাই কষ্টকর হয়ে ওঠে আমাদের মতো সাধারণ মানুষের জন্য। আর জনপ্রিয় খেলা ফুটবলকে ঘিরে অলিম্পিকেও যে আলাদা একটি উন্মাদনা তৈরী হবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না।
টোকিও অলিম্পিক ফুটবল ২০২৫ সময়সূচী
টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে পুরুষদের ফুটবল প্রতিযোগিতার সকল খেলার জন্য নির্দিষ্ট সময়সূচি এখানে দেয়া হলো।
অলিম্পিক ফুটবল ২০২৫ এর গ্রুপিং
অলিম্পিক ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের জন্য চারটি গ্রুপ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। চলুন তাহলে, প্রথমেই দেখে নেয়া যাক, কোন গ্রুপে কোন দল মুখোমুখি হবে কোন দলগুলোর।
গ্রুপ এ – জাপান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স।
গ্রুপ বি – নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া।
গ্রুপ সি – মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া।
গ্রুপ ডি – ব্রাজিল, জার্মানী, আইভরিকোষ্ট, সৌদি আরব।
গ্রুপ পর্ব
গ্রুপ পর্বে প্রতিটি দল গ্রুপের অন্যান্য দলগুলোর সাথে একবার করে মুখোমুখি হবে। দল জিতলে ৩ পয়েন্ট, ড্র করলে ১ পয়েন্ট ধরে হিসেব করে গ্রুপে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। দেখে নেয়া যাক, গ্রুপ পর্বের খেলাগুলোর দিন তারিখ আর সময়সূচি।
- ২২ জুলাই, ২০২৫ – মিশর বনাম স্পেন (বৃহস্পতিবার দুপুর ২ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – মেক্সিকো বনাম ফ্রান্স (বৃহস্পতিবার বিকাল ৩ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – নিউজিল্যান্ড বনাম দক্ষিণ কোরিয়া (বৃহস্পতিবার বিকাল ৩ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – আইভরিকোস্ট বনাম সৌদি আরব (বৃহস্পতিবার বিকাল ৩.৩০ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (বৃহস্পতিবার বিকাল ৫ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – জাপান বনাম দক্ষিণ আফ্রিকা (বৃহস্পতিবার সন্ধা ৬ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – হন্ডুরাস বনাম রোমানিয়া (বৃহস্পতিবার সন্ধা ৬ টা)।
- ২২ জুলাই, ২০২৫ – ব্রাজিল বনাম জার্মানি (বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০ টা)
- ২৫ জুলাই, ২০২৫ – আর্জেন্টিনা বনাম মিশর (রবিবার দুপুর ২.৩০ টা)।
- ২৫ জুলাই, ২০২৫ – ফ্রান্স বনাম দক্ষিণ আফ্রিকা (রবিবার বিকাল ২ টা)।
- ২৫ জুলাই, ২০২৫ – নিউজিল্যান্ড বনাম হন্ডুরাস (রবিবার বিকাল ২ টা)।
- ২৫ জুলাই, ২০২৫ – ব্রাজিল বনাম আইভরিকোস্ট (রবিবার বিকাল ২.৩০ টা)
- ২৫ জুলাই, ২০২৫ – অস্ট্রেলিয়া বনাম স্পেন (রবিবার সন্ধা ৪.৩০ টা)
- ২৫ জুলাই, ২০২৫ – জাপান বনাম মেক্সিকো (রবিবার সন্ধ্যা ৫ টা)।
- ২৫ জুলাই, ২০২৫ – দক্ষিণ কোরিয়া বনাম রোমানিয়া (রবিবার সন্ধ্যা ৫ টা)।
- ২৫ জুলাই, ২০২৫ – সৌদি আরব বনাম জার্মানি (রবিবার সন্ধা ৫.৩০ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – জার্মানি বনাম আইভরিকোস্ট (বুধবার বিকাল ২ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – সৌদি আরব বনাম ব্রাজিল (বুধবার বিকাল ২ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – নিউজিল্যান্ড বনাম রোমানিয়া (বুধবার বিকাল ২.৩০ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – দক্ষিণ কোরিয়া বনাম হন্ডুরাস (বুধবার বিকাল ২.৩০ টা)
- ২৮ জুলাই, ২০২৫ – স্পেন বনাম আর্জেন্টিনা (বুধবার সন্ধা ৫ টা)
- ২৮ জুলাই, ২০২৫ – অস্ট্রেলিয়া বনাম মিশর (বুধবার সন্ধা ৫ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো (বুধবার সন্ধা ৫ টা)।
- ২৮ জুলাই, ২০২৫ – ফ্রান্স বনাম জাপান (বুধবার সন্ধা ৫.৩০ টা)।
কোয়ার্টার ফাইনাল রাউন্ড
তিনটি রাউন্ডে হওয়া ম্যাচের ফলাফলের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে একটি গ্রুপ চ্যাম্পিয়ন ও একটি গ্রুপ রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে শুরু হবে নকআউট পর্ব অর্থাৎ জিতলে পৌছে যাবে সেমি ফাইনালে, আর হারলে ফিরতে হবে নিজ দেশে আরো চার বছরের অপেক্ষা নিয়ে। ড্র হওয়া ম্যাচের যেহেতু কোন সমাধান নেই নকআউট পর্বের জন্য, তাই নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকলে খেলা গড়াবে ট্রাইবেকারে, পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে সেমি-ফাইনালিস্ট।
কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তা নিশ্চিত না হওয়া গেলেও ম্যাচগুলোর সময়সূচি কিন্তু আপনি এখনই জেনে রাখতে পারেন।
- কোয়ার্টার ফাইনাল ১ঃ ৩১ জুলাই, ২০২৫ – স্পেন বনাম অইভরিকোস্ট (শনিবার, দুপুর ২ টা)।
- কোয়ার্টার ফাইনাল ২ঃ ৩১ জুলাই, ২০২৫ – জাপান বনাম নিউজিল্যান্ড (শনিবার দুপুর ৩ টা)।
- কোয়ার্টার ফাইনাল ৩ঃ ৩১ জুলাই, ২০২৫ – ব্রাজিল বনাম মিশর (শনিবার বিকাল ৪ টা)।
- কোয়ার্টার ফাইনাল ৪ঃ ৩১ জুলাই, ২০২৫ – দ. কোরিয়া বনাম মেক্সিকো (শনিবার বিকাল ৫ টা)।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল রাউন্ডে বিজয়ী চার দল খেলার যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালে খেলার। সেমিফাইনালের সময়সূচি,
- ৩ আগস্ট, ২০২৫ – সেমি ফাইনাল ১ঃ কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী। (মঙ্গলবার দুপুর ২ টা)
- ৩ আগস্ট, ২০২৫ – সেমি ফাইনাল ২ঃ কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী। (মঙ্গলবার বিকাল ৫ টা)
তৃতীয় স্থান নির্ধারন
অন্যান্য বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচের তেমন গুরুত্ব দর্শকদের কাছে থাকে না, তারা ফাইনাল নিয়ে জল্পনা কল্পনা করতেই বেশী ব্যস্ত থাকে সেসময়। ফাইনালে উঠতে না পারার হতাশায় খেলোয়াড়দের মাঝেও আর তেমন উৎসাহ চোখে পড়ে না তৃতীয় স্থান নির্ধারনের ম্যাচে। তবে অলিম্পিকে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, দেশের হয়ে ব্রোন্জ পদক জিততে পারাও যে এক অসামান্য সাফল্য, সে তো আর বলে দেয়ার প্রয়োজন নেই।
টোকিও অলিম্পিক ২০২৫ এর ফুটবল সেগমেন্টে তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ পদকের জন্য সেমি ফাইনাল ১ ও সেমি ফাইনাল ২ ম্যাচে হেরে যাওয়া দল দুটি পরস্পরের মুখোমুখি হবে আগস্টের ৬ তারিখে, বিকাল ৫ টায়।
গোল্ড মেডেল ম্যাচ
সেমি ফাইনালে জিতে আসা দুটি দল ফাইনালে লড়বে একে অপরের বিরুদ্ধে, অলিম্পিকে ম্যাচটিকে ফাইনাল না বলে গোল্ড মেডেল ম্যাচ বলাই শ্রেয়। কেননা বিজয়ী দল জিতবে নিজের দেশের হয়ে সর্বোচ্চ গর্বের অর্জন অলিম্পিক স্বর্ণ পদক। হেরে যাওয়া দলও কিন্তু ফিরবে না খালি হাতে, তাদের জন্য রয়েছে রৌপ্য পদক।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগস্টের ৭ তারিখ, সেমিফাইনাল ১ এবং সেমি ফাইনাল ২ বিজয়ীর মধ্যে, বিকাল ৫.৩০ ঘটিকায়৷
অলিম্পিক ফুটবল ২০২৫ লাইভ স্ট্রিম
আজকের লেখাটি পড়ার সাথে সাথে বুকমার্ক করে রাখলে দুটো লাভ। একদিকে যেমন টোকিও অলিম্পিক ২০২৫ এ ফুটবলের প্রতিটি ম্যাচ সম্পর্কে আপনি ওয়াকিবহাল থাকতে পারবেন তেমনি বাসায় কিংবা বাসার বাইরে থাকলেও মিস হবে না কোন খেলা। কারণ লাইভ স্ট্রিম করা হবে এবারের প্রতিটি ফুটবল খেলা, সরাসরি উপভোগ করতে পারেন আমাদের লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে। কোন রকম লেটেন্সি বা বাফারিং ছাড়া নির্বিঘ্নে অলিম্পিক ফুটবল উপভোগ করুন, খেলা দেখা নিয়ে থাকুন একদম নিশ্চিন্তে।
শেষ কথা
খেলার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই সঠিক সময়সূচি না জানার কারণে পছন্দের দলের খেলা মিস করে ফেলেন। আবার অনেকে সময় তারিখ জানার পরও দেখার সুযোগ পান না বিভিন্ন কারণে। আশা করছি, দু ধরণের মানুষের জন্যই স্বস্তির সুবাতাস নিয়ে আসবে আজকের লেখাটি। আপনি জেনে গেছেন অলিম্পিক ফুটবলে কোন দলের খেলাটি কখন, এখন শুধু সঠিক সময়ে এখানে আবার ফিরে আসা। আপনার জন্যই লাইভ স্ট্রিমিং করা হবে পুরো খেলাটি।