তােমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন কর

নবম শ্রেণির চারু ও কারুকলা বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে প্রথম অধ্যায় শিল্পকলা এর পাঠ-১ শিল্পকলা, থেকে পাঠ-১০: শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ, চিত্রকলা ও কারুকলা ১.৭ এর সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে।

শিক্ষার্থীরা উপরোক্ত পাঠ অধ্যয়ন করার পর বাসার ব্যবহার্য দৈনন্দিন তৈজসপত্র, পাঠ্য পুস্তক, ইন্টারনেট ব্যবহার করে ভাষার বিভিন্ন শিল্পের রেখাচিত্র অংকন করবে।

https://i.imgur.com/EHuhGsS.jpg

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২; অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম প্রথম অধ্যায়: শিল্পকলা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ: ১-শিল্পকলা, পাঠ: ২-শিল্পকলার শ্রেণিবিভাগ, পাঠ: ৩, পাঠ: ৪, পাঠ: ৫, পাঠ: ৬-শিল্পকলা চর্চার গুরুত্ব, পাঠ: ৭, পাঠ: ৮, পাঠ: ৯, পাঠ: ১০-শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ: চিত্রকলা ও কারুকলা ১.৭ , পাঠ: ১১;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ তােমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে, পেনসিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন কর।

নির্দেশনাঃ বাসায় ব্যবহার্য দৈনন্দিন তৈজসপত্র থেকে, পাঠ্যপুস্তক থেকে, ইন্টারনেট থেকে (জাতীয় জাদুঘর, সােনারগাঁয়ের লােকশিল্প জাদুঘর ইত্যাদি)।

৯ম শ্রেণি ৮ম সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট এর উত্তর

অ্যাসাইনমেন্ট প্রদত্ত মূল্যায়ন রুবিস্কো নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য নবম শ্রেণির অষ্টম সপ্তাহের চারুকলা বিষয়ের নির্ধারিত কাজ সম্পন্ন করার সুবিধা কিছু পেন্সিলে আঁকা ছবি দেওয়া হল।

Pitcher art
কলস

Save Water art

glass teapot art

Drinks Line Art Set

এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির অষ্টম সপ্তাহের চারু ও কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর।

উপরে উল্লেখিত ছবিগুলো পেন্সিল দিয়ে অংকন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো দেখুনঃ কাগজ, সুতা এবং রঙ ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.