Hindu Religion Assignment

অবতার কাকে বলে?

অবতার কাকে বলে?
উত্তরঃ যিনি নিজ স্থিতি থেকে নিম্নে অবতরন করেন তাকে অবতার বলা হয়।
যেমনঃ
কোনো শিক্ষক কোনো বালককে পড়াবার সময় তার সমকক্ষ হয়ে পড়াতে থাকেন অর্থাৎ তিনি নিজে ক, খ, গ, ঘ ইত্যাদি অক্ষর উচ্চারন করে বালককে উচ্চারন শেখান এবং হাত ধরে তাকে অক্ষরগুলি লিখতে শেখান এটি হলো সেই বালকের কাছে শিক্ষকের অবতার অর্থাৎ অবতরন। গুরুও যেমন নিজ শিষ্যের সম স্থিতিতে এসে অর্থাৎ শিষ্য যাতে বুঝতে পারে, এমনভাবে তার যোগ্যতা অনুসারে উপদেশ দেন, তেমনি ভগবান মানুষকে ঠিকমতো ব্যবহার এবং পারমার্থিক শিক্ষা দেবার জন্য মানুষের সম স্থিতিতে আসেন অবতার রুপ ধারন করেন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.