গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ। একটি শিশুকে সুস্থ ভাবে গড়ে তুলতে এই পরিবেশকে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত করা যায়। এখানে আমরা নানা বিধ কাজ করি।
আমরা বলতে পারি যে গৃহ এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটা ও মজবুত হয়। গৃহের ভেতরে ও বাইরের পরিবেশ নিয়ে তৈরি হয় গৃহপরিবেশ।
গৃহ পরিবেশের মধ্যে থাকে:
- বিভিন্ন ঘর বা কক্ষ
- ছাদ বা চালা
- বারান্দা
- আঙিনা ইত্যাদি।
গৃহ না থাকলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হব
গৃহ না থাকলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হবো। যেমন-
- ঝড় বৃষ্টি থেকে আমরা বাঁচতে পারব না
- বন্য প্রাণীর আক্রমণ হবে
- গৃহ না থাকলে বিভিন্ন ধরনের পরিবেশে আমাদের থাকতে হবে। এতে বিভিন্ন রোগ জীবাণু ও অসুস্থতা লেগেই থাকবে।
- অন্যান্য প্রতিবেশীদের কাছে কোন গোপনীয়তা থাকতো না।
- পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাব ভালোবাসা শ্রদ্ধা সম্পর্কটা জড়ালে হতো না। কারণ গৃহ না থাকার ফলে সবাইকে বিচ্ছিন্নভাবে জীবন অতিবাহিত করতে হতো।
সংক্ষেপে প্রশ্নটির উত্তর:
গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানারকম কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় আমাদের খাদ্য বস্ত্র ও পোশাক পরিচ্ছদ শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা বিনোদন বিভিন্ন ইত্যাদি চাহিদা পূরণ হয়।
গৃহ না থাকলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। যেমন- হিংস্র বন্য প্রাণীর আক্রমণ এবং ঝড়, বৃষ্টি শীত-তাপ ইত্যাদি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবোনা।