উত্তর: মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে আসার কারণ: জ্বর নিয়ে খিরকি দরজা লাগাতে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে সে। তারপর চোখ গেল সেই সরু ডাল টার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার। কারণ হলদে পাখি ডালে বসেছে। সে ভেবে নিল, বাবা নিশ্চয়ই এসেছে। তাই অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল সে।
আরও দেখুন …
১। ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?
২। সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৩। ‘সততার পুরস্কার’ গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ।
৪। লােকে যােগেন বসাককে মহৎলােক বলে ভাবতাে কেন?
৫। বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?