নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম গত ১৩ নভেম্বর শেষ হয়েছে। ইতোমধ্যে পছন্দের তালিকা অনুযায়ী অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৩ ও ২৪ জানুয়ারি অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। উভয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও, সকল ইউনিটের মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার একই তারিখে অনুষ্ঠিত হবে।
এর আগে ২৬ অক্টোবর (শুক্রবার ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোবিপ্রবি’র ২০২৫-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩০টি বিভাগে এক হাজার ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিয়েছে ৭০ হাজার ২৯৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।