চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২২ Chittagong Veterinary and Animal Sciences University (CVASU) । ভর্তি সার্কুলার cvasu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত হয় । আজকে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব ।
Chittagong Veterinary & Animal Sciences University Admission Circular 2025
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন করার সময়: ০৩/০৯/২০২৫ হতে ০৪/১১/২০২৫ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান: ২৪/১১/২০২৫ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নির্ধারিত কেন্দ্র সমূহ)
ফলাফলপ্রকাশ: ২৪/১১/২০২৫ রাত ৮:০০ ঘটিকার পর ফলাফল বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মেধা তালিকা হতে ভর্তি: ০২/১২/২০২৫ এবং ০৩/১২/২০২২
অপেক্ষমান তালিকা হতে ভর্তি ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ০১/০১/২০২২
অনুষদ ও আসন সম্পর্কিত তথ্য:
অনুষদের নাম | ডিগ্রির নাম | কোর্সের মেয়াদ |
আসন সংখ্যা |
ভেটেরিনারি মেডিসিন অনুষদ |
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) | পাঁচ বছর | ১০০ |
ফুড সায়েন্স এন্ড টেকনােলজি অনুষদ |
বি এসসি (সম্মান) ইন ফুড সায়েন্স। | চার বছর |
৮০ |
ফিশারিজ অনুষদ |
বি এসসি ইন ফিশারিজ (সম্মান) | চার বছর |
৬৫ |
মোট আসন সংখ্যা |
২৪৫ |
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
- ২০১৫ অথবা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ অথবা ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে (যে সকল প্রার্থী ২০১৫ সালের পূর্বে এসএসসি/সমমান এবং ২০২৫ সালের পূর্বে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকল প্রার্থী আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবে না)।
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ এবং আলাদাভাবে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে ।
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত (এসএসসি-এর ক্ষেত্রে সাধারণ গণিত) এবং জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
- এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং ইংরেজি প্রতিটি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
- মােট নম্বর : ২০০
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ১০০ নম্বর
- এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ = ৪০ নম্বর
- এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ = ৬০ নম্বর |
- লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) ১০০ নম্বর
- লিখিত পরীক্ষার সময় ১ (এক) ঘন্টা
লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর :
- পদার্থবিদ্যা-২০,
- রসায়নবিদ্যা-২০,
- গণিত-২০,
- জীববিদ্যা-৩০,
- ইংরেজি-১০।
আবেদনের প্রক্রিয়া:
SMS পদ্ধতিতে মােবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
ক) ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে
খ) যে কোন টেলিটক প্রি-পেইড মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CVASU <space> এইচএসসি শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর<space> এইচএসসি পরীক্ষার রােল নম্বর & <space> এইচএসসি পাশের সাল <space> এসএসসি শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <space> এসএসসি পরীক্ষার রােল নম্বর & <space> এসএসসি পাশের সাল <space> যে মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক (বাংলা মাধ্যমের জন্য B অথবা ইংরেজী মাধ্যমের জন্য E ) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ : CVASUD DHA 123456 2025 DHA 123456 2016 B
উদাহরণটি ঢাকা বাের্ডের এবং CVASU এর সকল অনুষদের জন্য। এখানে ১২৩৪৫৬ এবং DHA এর পরিবর্তে যথাক্রমে আবেদনকারীর নিজের এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর এবং শিক্ষা বাের্ড দিতে হবে। কোন প্রার্থী ২০২৫ সালে এইচএসসি/সমমান পাশ করে থাকলে ২০২৫ এর পরিবর্তে ২০২৫ লিখতে হবে।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তি 2025-19 টি ভালভাবে পড়ুন ।