বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে । ভর্তি সার্কুলার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট bsmrau.edu.bd তে প্রকাশ করা হয়। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ও কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদে সামার ২০২৫ টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতিতে ৪ (চার) বছর মেয়াদী বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং ৫ (পাঁচ) বছর মেয়াদী ডিভিএম প্রােগ্রামে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের নিকট হইতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেবলমাত্র অন-লাইনে আবেদন আহবান করা যাইতেছে।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু: ১১/০৯/২০২৫ তারিখ, রােজ মঙ্গলবার
আবেদনের শেষ তারিখ : ১১/১১/২০২৫ তারিখ, রােজ রবিবার, রাত ১২:০০ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ : ১৮/১১/২০২৫ তারিখ
প্রবেশপত্র ডাউনলােড করার সময়সীমা : ১৯/১১/২০২৫ তারিখ হইতে ২৪/১১/২০২৫ তারিখ পর্যন্ত।
ফলাফল প্রকাশ : ২৫/১১/২০২৫ তারিখ, রােজ রবিবার, সন্ধ্যা ৭:০০ ঘটিকা
লিখিত পরীক্ষার তারিখ : ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১২-০০ টায়
অনুষদ ও আসন সংখ্যা:
- কৃষি অনুষদ ১১০
- ফিশারিজ অনুষদ ৬০
- ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ ৬০
- কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ১০০
- মোট আসন সংখ্যা ৩৩০
আবেদনের ন্যূনতম যোগ্যতা:
- বিজ্ঞান গ্রুপে ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।
- ২০২৫ বা ২০২৫ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত,জীববিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে “B” গ্রেড থাকিতে হইবে।
- এসএসসি/সমমানের এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে ৩.৫০ (তিন দশমিক পাঁচ শূন্য) জিপিএসহ উভয় পরীক্ষার জিপিএ’র যােগফল ৭.৫০ (সাত দশমিক পাঁচ শূন্য) থাকিতে হইবে।
- “O” লেভেল এবং “A” লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে “O” লেভেল পরীক্ষার চারটি পেপারে প্রত্যেকটিতে কমপক্ষে ” B গ্রেড থাকিতে হইবে এবং “A” লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান
প্রত্যেকটিতে কমপক্ষে B গ্রেড থাকিতে হইবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন:
- জীববিজ্ঞান ২০
- রসায়ন ২০
- পদার্থ বিজ্ঞান ২০
- গণিত ১৫
- ইংরেজি ১৫
- সাধারণ জ্ঞান ১০
মেধাস্কোর:
ক) মােট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর নিরূপণ করা হইবে। লিখিত নির্বাচনী পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং | বাকি ১০০ নম্বরের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফল হইতে ৪০ নম্বর এবং এইচএসসি/সমমানের পরীক্ষার ফলাফল হইতে ৬০ নম্বর ধরা হইবে।
খ) সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য একই পদ্ধতিতে নিরূপিত মেধাক্রম অনুযায়ী পৃথক পৃথকভাবে চূড়ান্ত ও অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হইবে।