চাকরির খবর,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cou.ac.bd)। আগ্রহী প্রার্থীদের www.cou.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আজকে আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Comilla University Admission Test Circular 2025-19

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময় :

আবেদন শুরু : ১ সেপ্টেম্বর (শনিবার) ২০২৫

আবেদন শেষ : ৩০ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫

ভর্তি পরীক্ষা: ৯ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ও ১০ নভেম্বর (শনিবার) ২০২৫

আবেদনের লিংক: www.cou.ac.bd

ইউনিট পরিচিতি ও আবেদনের ন্যূনতম যোগ্যতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তিনটি ইউনিটে

ইউনিটের নাম অনুষদের নাম

আবেদনের ন্যূনতম যোগ্যতা

A ইউনিট

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

বিজ্ঞান শাখা থেকে আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৬.৫০ থাকতে হবে ।

B ইউনিট

কলা ও মানবিক,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে আগত আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৬.০০ থাকতে হবে

C ইউনিট

বিজনেস স্টাডিস অনুষদ

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে আগত আবেদনকারীর SSC ও HSC/ সমমান সর্বমোট জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৬.০০ থাকতে হবে

সকল ইউনিটের আবদেনকারীকে SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8র্থ বিষয়সহ মোট ৩.০০ থাকতে হবে

আবেদনের নিয়মাবলীঃ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে SMS করতে হবে। আবেদনকারীর টেলিটক প্রিপেইড মােবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি SMS এর মাধ্যমে সাথে সাথেই একটি User ID ও একটি Password জানিয়ে দেয়া হবে। এই User ID ও Password সযত্নে সংরক্ষণ করতে হবে। একবার SMS করে আবেদন করলে তা আর প্রত্যাহার করা যাবে না।

মেসেজ পাঠানাের নিয়মঃ 

COU<space>FIRST THREE LETTERS OF HSC BOARD NAME<space>HSC ROLL<space>HSC YEAR<space>FIRST THREE LETTERS OF SSC BOARD NAME<space>SSC ROLL<space>SSC YEAR<space>UNIT NAME।

উদাহরণ: মনে করুন কোন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষাবাের্ড হতে ২০১৬ ও ২০২৫ সালে যথাক্রমে SSC ও HSC পাশকৃত করেছে এবং তার  SSC রােল নম্বর 654987 ও HSC রােল নম্বর 147852 এবং সে  A ইউনিটে আবেদন করতে চাইলে তাকে নিচের মত করে মেসেজ পাঠাতে হবে।

COU<space>COM<space>789123<space>2022<space>COM<space>123456<space>2016<space>A

বাের্ডের শর্টকোড- কুমিল্লা (COM), সিলেট (SYL), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশাের (JES), রাজশাহী (RAJ), মাদরাসা (MAD), কারিগরী শিক্ষা বাের্ড (TEC) লিখতে হবে।

উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, কাক্ষিত ইউনিট, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানাের জন্য প্রথম COU, তারপর স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যােগাযােগের জন্য যে কোন একটি মােবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

উদাহরণ- COU<space>YES<space>PIN Number<space>01XXXXXXXXX।

উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে SMS পাঠাগেই কেবল আবেদনকারীর মােবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না। আবেদনকারীর টেলিটক মােবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্রের জন্য একটি User ID ও Password দেয়া হবে। একবার এসএমএস করে আবেদন করলে তা প্রত্যাহার করা যাবে না।

“A” Level ও কোটার আবেদনের জন্য আলাদা নির্দেশিকা রয়েছে । বিস্তারিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার এ দেখুন ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলােডঃ 

প্রবেশপত্র ডাউনলোড করার  জন্য http://col.teletalk.com.bd এ ব্রাউজ করতে হবে। COU এডমিশন অপশনে ক্লিক করে স্ব স্ব User ID ও Password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলােড এর অপশন পাওয়া যাবে।

Photo (দৈর্ঘ্য xপ্রস্থ) 300 x 300 pixel এবং Signature  (দৈর্ঘ্যxপ্রস্থ) 300 x 80 pixel (সর্বোচ্চ 60KB ) আপেলোড করলে সয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র তৈরি হয়ে যাবে । আপনি তখন প্রবেশপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

  • সাদাকালাে ছবি গ্রহণযােগ্য নয়।
  • প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
  • ছবি ও স্বাক্ষর একবার আপলােড হয়ে গেলে পরিবর্তনের কোন সুযােগ নেই।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.