বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

বশেমুরবিপ্রবি ২০২৫-১৯ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি বশেমুরবিপ্রবি ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে বশেমুরপ্রবি ২০২৫-১৯ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সকল প্রার্থীকে বশেমুরপ্রবি ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ নিম্নোক্ত পদ্ধতি অনুযায়ী আবেদন করতে বলা হয়েছে।

Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University Admission Circular 2025

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। বশেমুরপ্রবি ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে আপডেট পেয়ে যাবেন ।

গুরুত্বপূর্ণ সময় ও তারিখঃ

আবেদনের সময় শুরুঃ ১৬ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫ রাত ১২ঃ০১ মিনিট

আবেদনের শেষ সময়ঃ ২২ অক্টোবর (সোমবার) ২০২৫ রাত ১২ঃ০০

ভর্তি পরীক্ষাঃ 

তারিখ

ইউনিট

সময়

২ নভেম্বর (শুক্রবার) ২০২৫ Unit “D” সকাল ১০:০০ টা
Unit “E” বিকাল  ০৩:০০ টা
৩ নভেম্বর (শনিবার) ২০২৫ Unit “F” সকাল ১০:০০ টা
Unit “G” বিকাল  ০৩:০০ টা
৯ নভেম্বর (শুক্রবার) ২০২৫ Unit “C” সকাল ১০:০০ টা
Unit “H” বিকাল  ০৩:০০ টা
১০ নভেম্বর (শনিবার) ২০২৫ Unit “A” সকাল ১০:০০ টা
Unit “B” দুপুর ০১:০০ টা
Unit “I” বিকাল ০৩:৩০ টা

বশেমুরবিপ্রবি ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতাঃ

SSC/সমমানঃ ২০১৪ , ২০১৫ ও ২০১৬ সালে পাশ

HSC/সমমানঃ ২০২৫ বা ২০২৫ সালে

বিজ্ঞান বিভাগের জন্যঃ

SSC/সমমান ও HSC/সমমান মিলিয়ে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে । তবে A Unit এর জন্য আলাদা ভাবে ৩ সহ মোট ৭.০০ থাকতে হবে ।

মানবিক ও বানিজ্য বিভাগের জন্যঃ

SSC/সমমান ও HSC/সমমান মিলিয়ে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে ।

বশেমুরপ্রবি ২০২৫-১৯ ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিতঃ

মোট নম্বর-৮০

A Unit(শুধু মাত্র বিজ্ঞান বিভাগের জন্য):

  • পদার্থ-২৫ ,
  • গণিত-২৫ ,
  • রসায়ন-২০,
  • ইংরেজী-১০

B Unit(শুধু মাত্র বিজ্ঞান বিভাগের জন্য):

  • পদার্থ-২৫ ,
  • গণিত-২৫ ,
  • রসায়ন-২০,
  • ইংরেজী-১০

C Unit(সকল বিভাগ):

বিজ্ঞানঃ

  • পদার্থ-১৫ ,
  • জীববিজ্ঞান-৩৫ ,
  • রসায়ন-৩০

বানিজ্য ও মানবিকঃ

  • বাংলা-৩৫,
  • ইংরেজী-৩৫,
  • সাধারন জ্ঞান-১০

D Unit(সকল বিভাগ):

  • বাংলা-৩৫,
  • ইংরেজী-৩৫,
  • সাধারন জ্ঞান-১০

E Unit(সকল বিভাগ)

  • বাংলা-৩০,
  • ইংরেজী-৪০,
  • সাধারন জ্ঞান-১০

F Unit(সকল বিভাগ):

বানিজ্য শাখার জন্যঃ

  • বাংলা-১০,
  • ইংরেজী-২০,
  • হিসাববিজ্ঞান-২৫,
  • ব্যবসায় নীতি-২৫

অন্যান্য শাখার জন্যঃ

  • বাংলা-২৫,
  • ইংরেজী-৩৫,
  • সাধারন জ্ঞান ও গাণিতিক যুক্তি-২০

G Unit (সকল বিভাগের জন্য):

  • বাংলা-৩০,
  • ইংরেজী-৪০,
  • সাধারন জ্ঞান-১০

H Unit (বিজ্ঞান বিভাগের জন্য):

  • পদার্থ-১৫ ,
  • জীববিজ্ঞান-৩৫ ,
  • রসায়ন-৩০

বশেমুরবিপ্রবি তে ইউনিট ভিত্তিক আসন সংখ্যাঃ

বশেমুরবিপ্রবি ২০২৫-১৯ ভর্তি পরীক্ষার আবেদনের নিয়মাবলীঃ

অন্যান্যঃ

ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.