চাকরির খবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হবে পাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট pust.ac.bd/ তে।  এখনো PUST 2025-19 Admission Circular প্রকাশিত হয়নি। প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে আপডেট পেয়ে যাবেন।

Pabna University of Science & Technology Admission Notice 2025-19

গুরূত্ত্বপূর্ন সময় ও তারিখঃ

আবেদন শুরুঃ  ১৫ সেপ্টেম্বর (শনিবার) ২০২৫

আবেদন শেষঃ ১৫ অক্টোবর (সোমবার) ২০২৫

ভর্তি পরীক্ষার ফীঃ ৭০০+ ৩৫ (সার্ভিস চার্জ)=৭৩৫ টাকা

ভর্তি পরীক্ষাঃ ১৬ নভেম্বর (শুক্রবার) ২০২৫

ন্যূনতম যোগ্যতাঃ

  • SSC/সমমান পাশের সালঃ ২০১৫ বা ২০১৬ সালে
  • HSC/সমমান পাশের সালঃ ২০২৫ বা ২০২৫ সালে

ইউনিট ভিত্তিক যোগ্যতাঃ

পরীক্ষা পদ্ধতি ও মান বন্টনঃ মোট নাম্বার-৯০

সময়ঃ ৬০ মিনিট

ভূল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫। পাশ নাম্বার ৩৬ (আলাদাভাবে পাশ করতে হবেনা)

প্রতিটি প্রশ্নের মান ১ অর্থ্যাত ৯০ টি প্রশ্নের উত্তর করতে হবে।

***A1 Unit এ অতিরিক্ত ৩০ নম্বরের একটি ড্রয়িং পরীক্ষা দিতে হবে

বিষয় ভিত্তিক নম্বর বন্টনঃ

A1 Unit এ র জন্যঃ

  • পদার্থ-২৫,
  • গণিত-২৫,
  • রসায়ন-২৫,
  • ইংরেজী-১৫ সহ মোট ৯০

A2 Unit এ র জন্যঃ

  • পদার্থ-২৫,
  • গণিত-২৫,
  • রসায়ন-২৫,
  • ইংরেজী-১৫ এবং
  • ড্রয়িং-৩০ সহ মোট ১২০

B Unit এ র জন্যঃ

  • পদার্থ-২৫,
  • গণিত/জীববিজ্ঞান-২৫,
  • রসায়ন-২৫,
  • ইংরেজী-১৫ সহ মোট ৯০

C Unit এ র জন্যঃ

এই ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান,মানবিক এবং ব্যসবসায় শিক্ষা শাখার শীক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

সেক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক বিভাগ হলেঃ

  • বাংলা -২৫ ,
  • ইংরেজী -২ ৫
  • ,গনিত (সাধারন)-২০ ,
  • সাধারন জ্ঞান-২০

ব্যবসায় শিক্ষা বিভাগ হলেঃ

  • একাউন্টিং -২৫ ,
  • ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২৫ ,
  • ফিন্যান্স , ব্যাংকিং ও বীমা-২০ ,
  • ইংরেজি-২০

ইউনিট ভিত্তিক আসন সংখ্যা ও বিভাগঃ

আবেদন করার নিয়মাবলীঃ

(ক) অনলাইনে pust.cloudonebd.com এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করুন এবং Application ID সংরক্ষণ করুন ।

(খ) ফি জমাদানের পদ্ধতি:

ধাপ ১: রকেট (ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং) একাউন্ট থেকে *৩২২# ডায়াল করুন।

ধাপ ২: মেনু থেকে ১ সিলেক্ট করে পেমেন্ট অপশন অনুসরণ করুন।

ধাপ ৩: আবার ১ সিলেক্ট করে বিল পেমেন্ট অপশনে যান।

ধাপ ৪: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিলার আইডি হিসেবে ২৫৩ টাইপ করুন।

ধাপ ৫: (ক) থেকে প্রাপ্ত আপনার নির্ধারিত Application ID নম্বর টাইপ করুন।

ধাপ ৬: পাবিপ্রবি কর্তৃক নির্ধারিত ফির পরিমান (৭০০ টাকা অথবা ৮০০ টাকা) টাইপ করুন।

ধাপ ৭: আপনার মোবাইল একাউন্টের পিন প্রদান করুন।

ধাপ ৮: সফল পেমেন্টের এসএমএস হতে টিএক্সএন আইডি (Transaction ID) সংরক্ষণ করুন।

উল্লেখ্য যে সংশ্লিষ্ট Application ID এর অনুকূলে বিল পরিশোধ করা হলে আবেদন সম্পূর্ণ হবে ।

 (গ) প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা ওয়েবসাইটে www.pust.ac.bd জানিয়ে দেওয়া হবে।

 (ঘ) কোটায় আবেদনকারীর ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট কোটাসমূহ: (১) মুক্তিযোদ্ধা কোটা (মুক্তিযোদ্ধার

সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান), (২) শারীরিক প্রতিবন্ধী কোটা এবং (৩) ক্ষুদ্র নৃগোষ্টি/ উপজাতি/আদিবাসী কোটা ।

 (ঙ) GCE O এবং A লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাইলে তাদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে

নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

 (চ) অসম্পূর্ণ/ভুল তথ্য থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

অন্যান্য যা কিছু জানা উচিতঃ

  • ফর্মের মূল্যঃ A2 Unit -৮০০ টাকা , বাকি তিনটি ইউনিট ৭০০ টাকা।
  • যেকোন প্রকার ইলেক্ট্রিক ডিভাইস আনা নিষিদ্ধ।

পাবনা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটঃ “https://www.pust.ac.bd/”

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.