চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে। চুয়েট অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নিন্মে বিস্তারিত তথ্য দেওয়া হলঃ
CUET Honours Admission Test Circular Date 2025-2022
চুয়েট ভর্তি পরীক্ষার গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময়ঃ
আবেদন শুরুঃ ২৪ সেপ্টেম্বর (সোমবার) ২০২৫
আবেদন শেষঃ ৭ অক্টোবর (রবিবার) ২০২৫ বিকাল ০৪ঃ৩০ পর্যন্ত।
পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫
পরীক্ষাঃ ২ নভেম্বর (শুক্রবার) ২০২৫
ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১৭ নভেম্বর (শনিবার) ২০২৫
সমমান পাশের সালঃ
- SSC/সমমান পাশের সালঃ ২০১৫ বা ২০১৬।
- HSC/সমমানঃ ২০২৫ বা ২০২৫।
- গণিত,পদার্থ,রসায়ন ও ইংরেজী সহ মোট ১৭.৫ পয়েন্ট
ন্যূনতম গ্রেডঃ কমপক্ষে জিপিএ ৪.০০।
চুয়েট ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ
ক গ্রুপঃ
- মোট নম্বর – ৬০০ (লিখিত),
- পাশ মার্ক – ৩৫%,
- বিষয় ভিত্তিক নম্বরঃ গণিত-২০০ , পদার্থ-২০০ , রসায়ন -২০০
খ গ্রুপঃ(আর্কিটেকচার সহ)
- মোট নম্বরঃ ১০০০ (লিখিত এবং মুক্ত হস্তে অংকন)
- পরীক্ষা – ৩৫% মুক্তহস্তে অংকন – ৩০% নম্বর পেতে হবে।
- বিষয় ভিত্তিক নম্বরঃ গণিত – ২০০ , পদার্থ – ২০০ , রসায়ন – ২০০, মুক্ত হস্তে অংকন – ৪০০।
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভাগ ও আসন সংখ্যাঃ
- সিভিল ইঞ্জিনিয়ারিংঃ ১৩০
- পানিসম্পদ কৌশল বিভাগঃ ৩০
- মেকানিক্যালঃ ১৮০
- পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংঃ ৩০
- মেকাট্রনিক্স ও ইন্ড্রাষ্টিয়াল কৌশল বিভাগঃ ৩০
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংঃ ১৩০
- ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনঃ ৬০
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংঃ ১৩০
- নগর ও অঞ্চল পরিকল্পনাঃ ৩০
- আর্কিটেকচারঃ৩০
- সহ মোট আসন ৮৩০ টি। এ ছাড়াও কোটা রয়েছে ১১ টি।
চুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-১৯ এর আবেদন যেভাবে করবেনঃ
ধাপ-১ আবেদন পদ্ধতি
- http://www.cuet.ac.bd/admission এই লিংকে যান।
- SSC ও HSC এর Board Passing Year , Roll, Registration number দিয়ে ফর্ম টি ফিল-আপ করুন।Next বাটনে প্রেস করুন।
- Mobile No, Email, Address এবং Quota(যদি থাকে) পূরন করে Next বাটনে প্রেস করুন ।
- এরপর ছবি এবং স্বাক্ষর আপলোড করুন এবং Submit & Print বাটনে প্রেস করুন।
- এবার আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ন এখন Download Application Form এ ক্লিক করুন।
ধাপ-২ আবেদন ফী পরীশোধের নিয়মঃ
- ক গ্রুপ – ৯০০ টাকা, খ গ্রুপ – ১০০০ টাকা,
- ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে *৩২২# ডায়াল করুন।
- ১ (পেমেন্ট) অপশন সিলেক্ট করুন ।
- আবার ১(পেমেন্ট অপশন) এ যান।
- চুয়েটের বিলার আইডি ২৪৬ টাইপ করুন।
- এরপর Application ID নম্বর টাইপ করুন।
- ফী ৯০০ বা ১০০০ টাইপ করুন ।
- পিন প্রদান করুন ।
- এরপর কনফার্মেশন মেসেজ টি রেখে দিন কারন পরবর্তিতে Transaction I
যে কোন প্রয়োজনেঃ 01759123148 2 , 0175912310
চুয়েট অফিসিয়াল ওয়েবসাইটঃ “http://www.cuet.ac.bd/admission”