বাংলাদেশ

শাহবাগে শিক্ষার্থীদের লাইসেন্স তল্লাশি অভিযান

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ির লাইসেন্স তল্লাশি করছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা অবস্থান নিতে শুরু করে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে কয়েকশ’ ইউনিফর্ম পর শিক্ষার্থী অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেয়। এতে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।

সলিমুল্লাহ ডিগ্রি কলেজের এক ছাত্র বলেন, আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন করবো। আজকে আমরা কেউ উল্টো পথে আসছে কি না এবং লাইসেন্স আছে কি না চেক করছি।

এ ছাড়া ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে বেলা ১১টার দিকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাস্তা অবরোধ করে রেখেছে তারা। এতে বন্ধ হয়ে গেছে ওই এলাকায় যান চলাচল।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.