জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ২৮ মার্চ প্রকাশ করা হবে।

উক্ত ফল ঐ দিন বিকাল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll  টাইপ করে ১৬২২২  নম্বরে send করতে  হবে এবং রাত ৯ টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

১ম মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ২৮/০৩/২০২৪ তারিখ থেকে ০৭/০৪/২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ২৯/০৩/২০২৪ তারিখ থেকে ০৮/০৪/২০২৪ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ চূড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

এ ভর্তি কার্যক্রমের ক্লাস ১০ এপ্রিল থেকে শুরু হবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

All Result BD

১ম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত সময়সীমাঃ

  • ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করার সময়সীমাঃ ২৮/০৩/২০২৪ থেকে ০৭/০৪/২০২২
  • পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২৯/০৩/২০২৪ থেকে ০৮/০৪/২০২২
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২৯/০৩/২০২৪ থেকে ০৯/০৪/২০২২
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি’র নির্ধাারিত অংশ “সোনালী সেবা” এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে যে কোন সোনালী ব্যাংকের শাখায় জমা দেয়ার তারিখঃ ১০/০৪/২০২৪ থেকে ১৫/০৪/২০২২

ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
    টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
    সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

যারা ১ম মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এরপর ২য় মেধা তালিকা ও রিলিজ স্লিপ এর আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কবে প্রকাশ করবে তা পরবর্তীতে আমাদের সাইটে, ফেইসবুক পেইজে অথবা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন……

I hope you are enjoying this article. Thanks for visiting this website.