ভর্তি তথ্য

বশেফমুবিপ্রবি স্নাতক শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ

দেশের দশম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ৩৯তম পাবলিক বিশ্ববিদ্যালয় জামালপুর জেলার মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৫-১৯ সেশনে ১ম বারের মতো ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা হতে ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও সামাজিক বিজ্ঞান এই তিনটি অনুষদের অধীনে গণিত, সিএসই, ম্যানেজমেন্ট ও সমাজকর্ম এ চার বিভাগে ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সার্ভিস চার্জসহ আবেদন ফি এ- ইউনিট বিজ্ঞান অনুষদে ৭৭০টাকা, বি- ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদে ৫৫০ টাকা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ৫৫০ টাকা ধার্য করা হয়েছে। ভর্তি আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ পৃথকভাবে বিভিন্ন ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.