কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-১৯ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি তারা আগামী ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময় :
- আবেদন শুরু : ১ সেপ্টেম্বর (শনিবার) ২০২৫
- আবেদন শেষ : ৩০ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫
- ভর্তি পরীক্ষা: ৯ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ও ১০ নভেম্বর (শনিবার) ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলােডঃ
প্রবেশপত্র ডাউনলোড করার জন্য http://col.teletalk.com.bd এ ব্রাউজ করতে হবে। COU এডমিশন অপশনে ক্লিক করে স্ব স্ব User ID ও Password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলােড এর অপশন পাওয়া যাবে।
Photo (দৈর্ঘ্য xপ্রস্থ) 300 x 300 pixel এবং Signature (দৈর্ঘ্যxপ্রস্থ) 300 x 80 pixel (সর্বোচ্চ 60KB ) আপেলোড করলে সয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র তৈরি হয়ে যাবে । আপনি তখন প্রবেশপত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।
- সাদাকালাে ছবি গ্রহণযােগ্য নয়।
- প্রবেশপত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখতে হবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে।
- ছবি ও স্বাক্ষর একবার আপলােড হয়ে গেলে পরিবর্তনের কোন সুযােগ নেই।