মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://mbstu.ac.bd/admission.html)। আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫-১৯ ও যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-১৯ ভর্তি বিজ্ঞপ্তি ছাড়াও সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের সকল ধরনের আপডেট পাবেন আমাদের ওয়েবসাইটে।
গুরুত্ত্ব পূর্ন সময় ও তারিখ
আবেদনের সময়সীমাঃ
ফী প্রদানের সময়সীমাঃ
প্রবেশ পত্র ডাউনলোডের সময়সীমাঃ
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ
ইউনিট পরিচিতি ও আসন সংখ্যা
আবেদন করার ন্যূনতম যোগ্যতাঃ
- SSC/সমমান পাশের সালঃ২০১৫ বা ১৬
- HSC/সমমান পাশের সালঃ২০২৫ বা ২০২৫
- উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় বাদে আলাদা ভাবে ৩.০০ এবং মোট ৬.৫০ থাকতে হবে।
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এ , বি,সি এবং ডি ইউনিটে।
- মানবিক ও বানিজ্য শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র ডি ইউনিটে আবেদন করতে পারবে।
এ ইউনিটঃ পদার্থ এবং গণিতে এইচএসসি তে ন্যূনতম ৩.০০ পেতে হবে ।
বি ইউনিটঃ রসায়ন এবং জীববিজ্ঞানে এইচএসসি তে ন্যূনতম ৩.০০ পেতে হবে ।
সি ইউনিটঃ পদার্থ ,রসায়ন এবং গণিতে এইচএসসি তে ন্যূনতম ৩.০০ পেতে হবে ।
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টনঃ
- মোট নাম্বার ২০০ (এমসিকিউ পরীক্ষা ১০০ , জিপিএ ১০০)
- ভূল উত্তরের জন্য কাটবে ০.২৫
- মোট প্রশ্ন ১০০ টি । প্রতিটির মান ১ ।
- আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে ন্যূনতম পাশ মার্ক ৪০।
জিপিএঃ ১০০
- HSC * ১২ এবং SSC * ৮ সর্বোচ্চ ১০০ ।
- এমসিকিউ পরীক্ষা ১০০
এ ইউনিটঃ
- পদার্থ-৩৫,
- রসায়ন-২০,
- গণিত-৩৫,
- ইংরেজী-১০
- মোট ১০০
বি ইউনিটঃ
- পদার্থ-২০,
- রসায়ন-৩৫,
- জীববিজ্ঞান-৩৫,
- ইংরেজী-১০
- মোট ১০০
সি ইউনিটঃ
- পদার্থ-৩০,
- রসায়ন-৩০,
- গণিত-৩০,
- ইংরেজী-১০
- মোট ১০০
ডি ইউনিটঃ
বিজ্ঞান শাখাঃ
- পদার্থ-৩০,
- রসায়ন-৩০,
- গণিত-৩০,
- ইংরেজী-৪০
- মোট ১০০
***পদার্থ রসায়ন ও গণিত এর যেকন ২ টির উত্তর করতে হবে।
বানিজ্য শাখাঃ
- ইংরেজী-৪০,
- ব্যবসায় সংগঠন-৩০,
- হিসাব বিজ্ঞান ৩০
মানবিক শাখাঃ
- ইংরেজী-৪০ ,
- বাংলা-৩০,
- অর্থনীতি ৩০ ,
- পৌরনীতি-৩০
***অর্থনীতি , পৌরনীতি এর যে কোন একটি উত্তর করতে পারবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন সম্পন্ন হবে ৩ ধাপেঃ
ধাপ-১ mbstu-admission.org ওয়েবসাইটে গিয়ে ফরম পূরন করতে হবে এবং Bill Number সংগ্রহ করতে হবে।
ধাপ-২ রকেট এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফী প্রদান করে Transaction ID (Tnxid)টি সংগ্রহ করতে হবে।
ধাপ-৩ mbstu-admission.org ওয়েবসাইটে গিয়ে Bill Number ও Transaction ID দিয়ে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে
MBSTU Admission 2025-19 হেল্প লাইনঃ
- বিল ও ট্রাঞ্জেকশন আইডিঃ ০১৭০৮৫২৭৩৩৫
- ছবি ও স্বাক্ষরঃ ০১৭০৮৫২৭৩৩৬
- প্রবেশপত্র , সিটপ্ল্যান ও অন্যান্যঃ০১৭০৮৫২৭৩৩৭