বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

ভর্তিতে চলমান প্রক্রিয়ার বাইরে ভিন্ন কিছু ভাবছি না : ঢাবি ভিসি

সমন্বিত ভর্তি পরীক্ষা কেন নেয়া যাচ্ছে না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, গবেষণা ও ব্যবস্থাপনা আছে।

আমরা আমাদের ঐতিহ্য মোতাবেক সুপ্রতিষ্ঠিত নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা নিচ্ছি। আমাদের এখানে আগে বিচ্ছিন্নভাবে পরীক্ষা নেয়া হতো এখন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি। আমাদের দেশের জীবনমান অনুযায়ী ভর্তি আবেদন ফি বাবদ তিনশ’, চারশ’ টাকা খুব বড় মাপের বোঝা নয়। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমাদের শিক্ষার্থীদের মাঝে একটি বড় ধরনের পরিবর্তন আসে। তারা ভর্তি পরীক্ষার সুবাধে বিভিন্ন ক্যাম্পাসে যায়।

কিছু আর্থিক খরচের বিপরীতে তারা বিভিন্ন ক্যাম্পাস ঘোরার ফলে অনেক কিছুই শিখতে পারে। আমি নিজেও যখন উচ্চমাধ্যমিক পাসের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছি বিভিন্ন ক্যাম্পাসে ভ্রমণ করেছি তখন অনেক কিছু জেনেছি শিখেছি। আমি মনে করি এতে শিক্ষার্থীর জীবন আরও গতিশীল হয়। এ মুহূর্তে চলমান ভর্তি পদ্ধতির বাইরে পরীক্ষামূলকভাবেও ভিন্ন কিছু ভাবছি না।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.