ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও অধিভুক্ত রাজধানীর ৭ কলেজ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারণ একই দিনে। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ একই দিনে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছেন । এতে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছুরা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, এ বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তাই এসব পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি তাদের।
ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) বিবিএ ২৭তম ব্যাচের (সেশন ২০২৫-১৯) ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি সাত কলেজের ২০২৫-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষাও একই দিনে রয়েছে। কলেজগুলোর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, বাণিজ্য ইউনিটের ১৬ নভেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
কলেজগুলোর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১১ হাজার ৬৩০, বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২৩০ এবং বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫০০টি আসন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এ সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
অপরদিকে রাজধানীর আরেক পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২৫-১৯ শিক্ষাবর্ষে লেভেল-১-এ ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টা থকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছুরা বলেছেন, পছন্দের ভর্তির স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। কোনো কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে রাজধানীর বড় ও গুরুত্বপূর্ণ সরকারি কলেজগুলোতে বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়ে পড়তে চান তারা। অথচ একই দিনে প্রায় একই সময়ে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা।
ভর্তিচ্ছু শিক্ষার্থী নাহারিন আসফিয়া নওমী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সমন্বয় করে পরীক্ষার তারিখ ঘোষণা করা উচিত। একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলে তো এসব পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা ভিন্ন ভিন্ন দিনে নেওয়ার দাবি জানান তিনি।
আরেক শিক্ষার্থী আশফাকুর রহমান আদনান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে এখন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে একটি আসনেরও গুরুত্ব অনেক। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে নিক। তারা ভর্তিচ্ছুদের বঞ্চিত না করুক। এটাই তাদের চাওয়া।