২০২২-২০২৫ শিক্ষাবর্ষে পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, সময়, তারিখ, নিয়মাবলী ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হল।
Patuakhali Science and Technology University Admission Circular 2025-19
পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টি বাংলাদেশের সমুদ্র তীরবর্তী জেলা পটুয়াখালি তে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। পবিপ্রবি -র অফিসিয়াল ওয়েবসাইট pstu.ac.bd/admission। পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-১৯ এখনো প্রকাশিত হয়নি। পবিপ্রবি সার্কুলার ২০২৫-১৯ প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে আপডেট পেয়ে যাবেন। পবিপ্রবি ২০২৫-১৮ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন দেখি PSTU Admission 2025-19 Circular টি কেমন হতে পারে।
গুরুত্ত্বপূর্ন সময় ও তারিখঃ
আবেদন শুরুঃ
আবেদন শেষঃ
ফী প্রদানের শেষঃ
প্রবেশপত্র ডাউনলোড শেষঃ
ভর্তি পরীক্ষাঃ
A Unit: ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৫ সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত।
B Unit: ২১ ডিসেম্বর (শুক্রবার) ২০২৫ সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত।
C Unit: ২২ ডিসেম্বর (শনিবার) ২০২৫ দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফলঃ
ভর্তি ও অন্যান্য কার্যক্রমঃ
ন্যূনতম যোগ্যতাঃ
সমমান পাশঃ ২০১৫ বা ১৬ সালে।
HSC/সমমান পাশঃ ২০২৫ বা ২০২৫ সালে।
কমপক্ষে SSC/সমমান পরীক্ষায় ২.৫ এবং HSC/সমমান পরীক্ষায় ২.৫ জিপিএ সহ মোট জিপিএ ৬.০০ পেতে হবে
A Unit এর ক্ষেত্রেঃ পরিক্ষার্থীকে বিজ্ঞান গ্রুপ থেকে এইচএসসি এর সকল বিষয়ে কমপক্ষে ২.০০ পয়েন্ট সহ পাশ করতে হবে ।
B Unit এর ক্ষেত্রেঃ পরিক্ষার্থীকে যে কোন গ্রুপ থেকে এইচএসসি এর সকল বিষয়ে কমপক্ষে ২.০০ পয়েন্ট সহ পাশ করতে হবে
C Unit এর ক্ষেত্রেঃ পরিক্ষার্থীকে বিজ্ঞান গ্রুপ থেকে এইচএসসি এর সকল বিষয়ে কমপক্ষে ২.০০ পয়েন্ট সহ পাশ করতে হবে ।
পবিপ্রবি ভর্তি পরীক্ষা ও মানবন্টনঃ
মোট নম্বর ২০০ ( এমসিকিউ পরিক্ষা-১০০ , জিপিএ-১০০)
সময়ঃ ৬০ মিনিট, ভূল উত্তরের জন্য কেটে নেয়া হবে ০.২৫।
এমসিকিউ পরীক্ষা– ১০০
জিপিএ – ১০০ (এইচএসসি * ১২ এবং এসএসসি * ৮ মোট ১০০)
A Unit:
- পদার্থ-২০,
- পদার্থ-২০,
- জীববিদ্যা-২০,
- গণিত-১৫,
- ইংরেজী-১৫,
- সাধারন জ্ঞান-১০।
B Unit:
- গণিত ৩০,
- ইংরেজী ৩০ ,
- এনালাইটিক্যাল এবিলিটি ৩০ ,
- সাধারন জ্ঞান ১০
C Unit:
- পদার্থ-২৫,
- রসায়ন-২৫,
- গণিত-২৫,
- ইংরেজী-১৫,
- সাধারন জ্ঞান ১০।
পবিপ্রবি আসন সংখ্যাঃ
- A Unit -500
- B Unit-100
- C Unit -70
পবিপ্রবি ২০২২-১৯ আবেদন প্রক্রিয়া ঃ
১. টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে PSTU লিখে, স্পেস দিয়ে প্রার্থীর এইচএসসি পর্যায়ের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল, স্পেস দিয়ে এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখে, স্পেস দিয়ে এসএসসি পাশের সাল লিখে স্পেস দিয়ে কাংক্ষিত ইউনিট (A,B,C) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণঃ PsTU DHA 123456 2025 DHA 123456 2016 A উদাহরণটি ঢাকা বোর্ড থেকে A ইউনিটে ভর্তিচ্ছুদের জন্য প্রযোজ্য।
এখানে 123456 এর জায়গায় এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সিলেট (syl), বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), রাজশাহী (RAJ), মাদ্রাসা (MAD) লিখতে হবে।
২. উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে PSTU লিখে, স্পেস দিয়ে YES লিখে, স্পেস দিয়ে PIN লিখে, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্যে নিজের ব্যবহৃত (যে কোনো অপারেটর) একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণঃ PSTU YES 87654321 01XXXXXXXXX । এখানে 87654321 এর জায়গায় আবেদনকারীর নিজ PIN নম্বর টি বসাতে হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর টেলিটক মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি ৬৫০.০০ (ছয়শত পঞ্চাশ) টাকা কেটে নিয়ে একটি এসএমএসএর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশ পত্রের জন্য একটি User ID ও Password দেয়া হবে, সম্মতি না দিলে কোন ফি কাটা হবে না। User ID ও Password অবশ্যই প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য সংরক্ষণ করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি :
আবেদন করার শেষ সময় অতিবাহিত হওয়ার পর প্রবেশপত্রের জন্য প্রথমে সদ্য তোলা (৩ মাসের আগে নয়) এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আবেদনকারীর স্বাক্ষর স্ক্যান করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে পবিপ্রবি এর ওয়েবসাইট:: http://pstu.teletalk.com.bd অথবা http://www.pstu.ac.bd/admission তে গিয়ে প্রথমে নিজ R User ID ও Password দিয়ে লগ ইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলোড এর অপশন পাওয়া যাবে। সাদাকালো ছবি গ্রহণযোগ্য নয়। প্রবেশপত্র ডাউনলোড করে ২(দুই) কপি প্রবেশপত্র অফসেট কাগজে প্রিন্ট করে নিতে হবে। প্রবেশপত্র দুটোর চিহ্নিত স্থানে এক কপি করে ছবি আঠা দিয়ে ভালভাবে লাগাতে হবে। এরপর দুটি প্রবেশ পত্রের এক কপি পরীক্ষার হলে নিজের কাছে রাখবে এবং অন্য কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিবে। প্রবেশপত্রে ছাত্রছাত্রীর ইউনিট, নাম ও রোল নম্বর লেখা থাকবে।
যেকোন প্রয়োজনেঃ
ফোন করুন (সকাল১০ টা থেকে ৫ টা)ঃ ০১৭৭৬৭৯২৪৬২, ০১৫৭১৭৫৮৮২১