ভর্তি তথ্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষা শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোবিপ্রবি’র ২০২৫-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ অক্টোবর) শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩০টি বিভাগে এক হাজার ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ৭০ হাজার ২৯৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালের পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসক তন্ময় দাসকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.