জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ ২০২৫-১৯ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৮ আগষ্ট (শনিবার) ২০২৫ হতে আবেদন করা যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি সার্কুলার 2025-19 টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট লিংক ju-admission.org এ প্রকাশ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি যোগ্যতা নিয়ে বিস্তরিত আলোচনা করা হল ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি গত ৫ আগষ্ট সকাল ১০ ঘটিকায় প্রকাশ করার কথা ছিল।
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আগামী ১৮ আগষ্ট থেকে শুরু হবে । জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগমী ২৩ সেপ্টেম্বর হতে শুরু হবে । আবেদনকারীকে অবশ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে । Rocket এর মাধ্যমে আবেদন ফি গ্রহণ করা হয়।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময়ঃ
আবেদন শুরুঃ ১৭ আগষ্ট (শুক্রবার) ২০২৫ সকাল ১০ঃ০০ টা
আবেদনের শেষ তারিখঃ ১৬ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫
প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখঃ ২২ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫ রাত ১১ঃ৫৯।
ভর্তি পরীক্ষার তারিখঃ ৩০ সেপ্টেম্বর (রবিবার) ২০২৫ হতে ১১ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫।
আবেদনের লিংকঃ ju-admission.org
আবেদনের ফিঃ
- A,B,C,D,E ইউনিট – ৫৫০ টাকা
- C1, F, G, H,I ইউনিট – ৩৫০ টাকা
আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
ইউনিট পরিচিতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে । বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলদা ইউনিট রয়েছে । যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই উচিত সকল ইউনিট সম্পর্কে ভালভাবে জানা ।
ইউনিটের নাম |
অনুষদ/ইন্সটিটিউটের নাম |
A ইউনিট | গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ |
B ইউনিট | সমাজবিজ্ঞান অনুষদ |
C ইউনিট | কলা ও মানবিক অনুষদ |
C1 ইউনিট | কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) |
D ইউনিট | জীববিজ্ঞান অনুষদ |
E ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
F ইউনিট | আইন অনুষদ |
G ইউনিট | ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন ( আইবিএ-জেইউ) |
H ইউনিট | ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) |
I ইউনিট | বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট |
DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ
- ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মুল মেনুতে প্রবেশের জন্য *2#<br /> ডায়াল করতে হবে।
- Payment সিলেক্ট করতে হবে।
- অতঃপর Bill Pay সিলেক্ট করতে হবে।
- Biller ID হিসেবে 43 টাইপ করতে হবে।
- SMS-এর মাধ্যমে প্রাপ্ত Bill Numbe টি টাইপ করতে হবে।
- Amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি টাইপ করতে হবে।
- এবার DBBL মােবাইল ব্যাংকিং PIN টাইপ করতে হবে।
- পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID ( id) আসবে। ঐ Transaction ID এবং Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার হবে
একাধিক ইউনিটে আবেদন করতে হলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোডঃ
প্রবেশপত্রের জন্য সদ্য তােলা এককপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলােবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলােবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।
- ju-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করে সাব-মেনু থেকে সঠিক | অপশনটি বাছাই করতে হবে।
- প্রদর্শিত স্ক্রীনে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে Log In<br /> করতে হবে।
- এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে। অতঃপর Wint বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে।
২০২২-১৯ সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্র্স্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, বিজ্ঞপ্তি, সার্কুলার, বিশ্ববিদ্যালয় ভর্তি বই, ভর্তি আবেদন সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্য পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্র্স্তুতি