নিরাপদ সড়কের দাবিতে চতুর্থ দিনের মতো আজ শনিবারও চট্টগ্রামের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। নগরের বহদ্দারহাট, দু নম্বর গেট, নিউমার্কেট মোড় থেকে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা ওয়াসা মোড়ে অবস্থান নিয়েছে। সেখানে তারা চালকদের লাইসেন্স পরীক্ষা করছে।
এতে সড়কে গাড়ি ধীর গতিতে চলছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের পথ করে দিচ্ছে। সড়কে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চললেও বাস চলছে একেবারেই কম।
সকাল সোয়া ১০টায় প্রথমে দু নম্বর গেটে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সময় বহদ্দারহাট এবং নিউমার্কেট মোড়েও তারা অবস্থান নিতে থাকে। সেসব মোড় থেকে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের সরিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে গিয়ে সবাই ওয়াসা মোড়ে অবস্থান নেয়।
তাদের হাতে নিরাপদ সড়কের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বর্তমানে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একদল নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছে। আরেকটি দলকে গাড়ির লাইসেন্স যাচাই ও সড়কে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের পথ সৃষ্টি করার কাজ করতে দেখা গেছে। তবে সেখানে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিলেও শিক্ষার্থীদের তাঁরা বাধা দিচ্ছেন না।
শিক্ষার্থীদের বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ওয়াসা মোড়ে দায়িত্ব পালন করা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, শিক্ষার্থীরা মূল সড়কের একাংশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। এতে যান চলাচলও কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা তাদের বাধা না দিয়ে বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।
দুপুর ১২টার দিকে ২ নম্বর গেটে দেখা যায়, সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছিলেন পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। নাম প্রকাশ না করে ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, কেউ কেউ শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে। এর ফলে তারা বিপদে পড়তে পারেন। এ জন্য তাদের ফিরে যেতে অনুরোধ করছি।