Rajshahi University is one of the best universities in our country and a lot of students dream to get admitted to this university. You all have already participated in the Rajshahi University admission test and now are waiting for the result. In the meantime, we have come up with the Rajshahi University question solve so that you can check how much marks you are about to get. You can also take a decision about what you need to do next and what not to do.
Rajshahi University Question Solve
In the Rajshahi University admission test, you had to answer to both MCQ and written questions. So today we are going to provide you Rajshahi University question solution with all the correct answers. You will get the correct answers to all questions by clicking on the link below.
So to get Rajshahi University Question Solve, click on the links below.
RU A unit question solution
- Exam Name : A Unit (Group 1 and Group 2)
- Faculty: Faculty of Art, Law Faculty, Faculty of Social Science, Faculty of Fine Arts and Institute of Education and Research (IER).
- Exam Date: October 2025.
- Time: Shaft 1- 9 AM to 10.45 AM & Shift 2- 11.45 AM to 1.30 PM.
- Exam Type: MCQ & SAQ.
সেট-২
প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২০-২১
A ইউনিট (Group-1) Multiple Choice Questions (MCQ)
পূর্ণমান: ৬০ সময়: ৫০ মিনিট
RU A Unit Bangla Solution
১। কুম্ভকর্ণ কে? = ঘ) রাবণের মধ্যম ভাই
২। গজদন্ত মিনার’ অর্থ কী? =ঘ) আভিজাত্যের মিনার
৩। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে। এখানে সে কে?
ক) নবাব সেরাজ-উদ-দৌলা
৪। শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত = গ) উপন্যাস
৫। কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে = ক) সালামের চোখ (সালামের মুখ)
৬। রুদ্রমঙ্গল’ কী জাতীয় গ্রন্থ? = খ) প্রবন্ধগ্রন্থ
৭। জীবন-বন্দনা’ নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা? = খ) সন্ধ্যা
৮। কোন বানানটি শুদ্ধ? = খ) সমীচীন
৯। লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরােনাম =Tree Without Roots
১০। কুটিরশিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি? = খ) চাষাবাদে অনাগ্রহ
১১। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? = গ) কবিরাজ
১২। ছাই ফেলতে ভাঙা কুলাে’ – প্রবাদে ‘ভাঙা কুলাে’ বলতে বােঝায় = গ) উপেক্ষিত ব্যক্তি
১৩। ঐকতান‘ কবিতাটি কোন্ ছন্দে রচিত? = খ) অক্ষরবৃত্ত
১৪। সৃষ্টি’-র বিপরীত শব্দ = ক) প্রলয়
১৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে “অতসীমামী” গল্প লিখেছেন? = ক) একুশ
RU A Unit English Solution
১৬। Which expression is correct?=গ) ten head of cattle
১৭। They elected him chairman. Its passive form is: ক) He was elected chairman (by them).
১৮। So I Choose the correct sentence: = গ) The boy was too clever to miss the point.
১৯। A decade ___ since the discovery of leprosy vaccine. The right option for the gap is:
খ) has passed
২০। From your point of view, which sentence is incorrect?
গ) I am sitting the admission test.
২১। Salam is late for office on most days. In other Words, he is ___ late for office.
খ) frequently
২২। Who is a netizen? = ক) one who uses the internet
২৩। We are looking forward to ___ soon. The right expression for the gap is:
খ) meeting you
২৪। He is an innovative teacher. Here ‘innovative’ means: = ঘ) creative
২৫। He went mad. This verb is: = গ) linking
২৬। He said, “where are my glasses?” Its indirect form is:
গ) He asked where his glasses were.
২৭। Which one is the correct spelling? = ঘ) accommodation
২৮। The beggar in front of the gate looked very hungry.
Functionally, the underlined phrase is a/an:= ক) adverbial phrase
২৯। The boy is good ___ mathematics. The appropriate preposition is:= গ) at
৩০। The adjective form of confidence’ is: = গ) confident
RU A Unit GK Solution
৩১। দ্যা লাস্ট সাপার’ কার আঁকা? = গ) লিওনার্দো দ্য ভিঞ্চি
৩২। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে = ঘ) Platelet কমে যায়
৩৩। আমাজন বনের মােট আয়তনের ৬০ শতাংশ কোন দেশে অবস্থিত? = খ) ব্রাজিল
৩৪। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী? = গ) পিপীলিকা
৩৫। উড়ােজাহজের গতি নির্ণায়ক যন্ত্র = গ) ওডােমিটার
৩৬। ২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? = ঘ) ইথিওপিয়া
৩৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? = গ) হাইগ্রোমিটার
৩৮। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? = খ) গামা রশ্মি
৩৯। এভিকালচার কী? = খ) পাখি পালন
৪০। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে – = ঘ) ইউসিএলএ
৪১। OIC -এর বর্তমান প্রেসিডেন্ট = খ) সালমান বিন আব্দুল আজিজ
৪২। সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন? = ক) চারুকলা
৪৩। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে? = ঘ) ১৯৭২ সালের ডিসেম্বরে
৪৪। মনপুরা ৭০’ কী? = গ) একটি চিত্রশিল্প
৪৫। কিউনিফর্ম কী? = ক) লেখনী
৪৬। সামাজিক যােগাযােগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা কে? = গ) জ্যাক ডসি
৪৭। তারেক মাসুদ নির্মিত “আদম সুরত” চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত?= গ) এস.এম. সুলতান
৪৮। নিচের কোনটি গ্রীণ হাউজ গ্যাস নয়? =ঘ) নাইট্রোজেন
৪৯। আল মাহমুদের ‘সােনালী কাবিন’ কোন ধরনের রচনা? = গ) কাব্যগ্রন্থ
৫০। কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক? = খ) শুক্র
[বুধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে এই প্রশ্নের উত্তর বুধ। . কিন্তু না। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা সূর্যের দ্বিতীয় নিকটতম শুক্র গ্রহের।]
৫১। সুনামি’ বলতে কী বােঝায়? = খ) সামুদ্রিক ঢেউ
৫২। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ প্রাচীন বাংলার কোন জনপদ ভ্রমণ করেন? = গ) সমতট
৫৩। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কি.মি.? = ঘ) ২৭১ কি.মি.
[মূলত বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮৩ কি.মি। এখানে ২৭১ কাছাকাছি বলে উত্তর হবে এটি]
৫৪। ব্রেক্সিট’ কোটির সাথে সম্পর্কিত? = ঘ) ইউরােপিয়ান ইউনিয়ন
৫৫। বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক = গ) ড. শুভ রায়
৫৬। ভানুসিংহ কে? = খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত? = ঘ) ৬.১৫ কি.মি.
৫৮। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? = গ) আমাজন
৫৯। বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়? = খ) জাপান
৬০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
গ) কামরুল হাসান
Rajshahi University Group 2 A Unit Question Solution 2021
সেট-১
প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
A ইউনিট (Group-2) Multiple Choice Questions (MCQ)
পূর্ণমান: ৬০ সময়ঃ ৫০ মিনিট
বাংলা
১। এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধ বলতে কী বােঝানাে হয়েছে? = গ) কৃষি প্রধান বাংলার চিত্র
২। পাথার’ শব্দের অর্থ কী? খ) সমুদ্র
৩। কথামৃত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? = ক) কথা+অমৃত
৪। আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ? = ক) পরনির্ভরশীল
৫। নিচের কোনটি অশুদ্ধ? =গ) শিরচ্ছেদ
[সঠিক বানান শিরশ্ছেদ]
৬। জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখক কোন আন্দোলনের কাণ্ডারী ছিলেন? = গ) বুদ্ধির মুক্তি আন্দোলন
৭। বাংলা ভাষায় দন্তমূলীয় মূর্ধণ্য বর্ণ হলাে = ঘ) ট ঠ ড ঢ ড়
৮। অধিকার বা মালিকানা অর্থে নিচের কোন বানানটি শুদ্ধ? = খ) স্বত্বাধিকারী
৯। কত বঙ্গাব্দে নূরলদীনের ডাকে বাংলার মানুষ জেগে উঠেছিল? = খ) ১১৮৯
১০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে ‘চিত্ররূপময়’ কথাটি ব্যবহার করেছেন? গ) জীবনানন্দ দাশ
১১। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকা? = ক) তাহেরদের
১২। বাংলা অক্ষরবৃত্তের ছন্দের নতুন রূপ কোনটি? = খ) অমিত্রাক্ষর
১৩। এবং কোন পদের শব্দ? = গ) অব্যয়
১৪। “বায়ান্নর দিনগুলাে” কার লেখা? = ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫। ‘একুশে ফেব্রুয়ারী’ কী ধরনের সংকলন? = ঘ) বায়ান্নর দলিল
ইংরেজী
১৬। There has been a breakthrough in the treatment of dengue. Here ‘breakthrough’ is a/an:গ) noun
১৭। The danger is ___. The right word in the gap is: = ঘ) imminent
18। He told the story ___. The right option is: = ক) in a nutshell
১৯। The correct translation of “মেয়েটি দেখতে তার মায়ের মতাে।” is: ক) The girl takes after her mother.
২০। The antonym of ‘supernatural’ is: = ক) genuine ঘ) ordinary
[supernatural এর antonym- genuine এবং ordinary দুটোই হতে পারে।]
২১। The phrase ‘few and far between’ means: ক) not frequent
২২। The adjective ‘savoury’ is connected with: = ঘ) food
২৩। If you write about your father’s life, you are writing: গ) a biography
২৪। Carbon and oxygen ___ carbon dioxide. The missing word is: ঘ) is composed of
২৫। ___ a good student, he failed in the exam. The missing expression is: ক) Despite being
২৬। Which one is the correct sentence? = গ) We look forward to hearing from you.
২৭। Let me do the work. Its passive form is: =ঘ) Let the work be done by me.
২৮। His commerits provoked a barrage of criticism. Here ‘a barrage’ means: = গ) a lot
২৯। We live upstairs. Here ‘upstairs’ is a/an: = ক) noun
৩১। It’s a mystery where he works. The underlined clause is a/an: ক) noun clause
সাধারণ জ্ঞান
৩১। কোন দেশে ‘বাংলা একটি দাপ্তরিক ভাষা? = গ) সিয়েরালিওন
৩২। ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? = গ) টোকিও
৩৩। শিল্পী রশিদ চৌধুরী মূলত একজন = ঘ) ট্যাপেস্ট্রি শিল্পী
৩৪। কোন নৃ-তাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? = ঘ) আলেকজান্ডার ম্যাসিডন
৩৫। ‘সােনালিকা’ ও ‘আকবর’ কৃষিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট = গ) উন্নত জাতের গমের নাম
৩৬। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? = ঘ) সােহরাওয়ার্দী উদ্যান
৩৭। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি = গ) ডব্লিউ এ এস ওডারল্যান্ড
৩৮) জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? = গ) ১৯৪৯
৩৯) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি? = খ) ৪°C
৪০। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? = খ) ১৫৩
৪১। বাংলাদেশের কোন আম GI পণ্যের স্বীকৃতি পেয়েছে? = গ) হিমসাগর
৪২। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? = ঘ) দ্য হেগ
৪৩। ক্রিকেট খেলার দুই উইকেটের মাঝে দূরত্ব কত? = খ) ২২ গজ
৪৪। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? = ক) ভােলা
৪৫। সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে? = গ) ১৮৫৭ সালে
৪৬। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি কোথায় লিপিবদ্ধ করা আছে? = ঘ) সংবিধানে
৪৭। বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর চ্যাম্পিয়ন কোন দেশ? = খ) ফ্রান্স
৪৮। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? = খ) এক কক্ষ
৪৯। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? = খ) অ্যান্টনিও গুতেরেস
৫০। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? = ঘ) পুণ্ডু
৫১। কারা বর্গী নামে পরিচিত? = ঘ) মারাঠারা
৫২) যুক্তরাষ্ট্র ‘আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে? = খ) রাশিয়া
৫৩। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? = ক) আয়ােনেস্ফিয়ার
৫৪। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বােলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? = খ) তাইজুল ইসলাম
৫৫) ইতিহাসের জনক কাকে বলা হয়? = ক) হিরােডােটাস
৫৬। প্যাপিরাস কী? = গ) নলখাগড়া
৫৭। VGF -এর পূর্ণরূপ কী? = ক) Vulnerable Group Feeding
৫৮| বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? = গ) গােবিন্দচন্দ্র দেব
৫৯। Demographic Dividend বলতে কী বুঝায়? = খ) ১৫-৬৪ বছর বয়সী মানুষের আধিক্য
(14 and younger, and 65 and older)
৬০। লালসালু উপন্যাসের পটভূমি কী? = খ) ধর্মনীতি
[লালসালুর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ । মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়।]
RU A Unit Group 1 SAQ or Written Question Solution
প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
A ইউনিট (Group-1) | Short Answer Questions (SAQ)
পূর্ণমান: ৪০ সময়: ৪০ মিনিট [প্রত্যেক প্রশ্নের মান ০২]
বাংলা
১। ‘ঐকতান’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সম্মিলিত সুর
২। ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘একুশ’ কী?
উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘একুশ’ হছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপট।
৩। বিড়াল’ রচনায় পরম ধর্ম কী?
উত্তরঃ বিড়াল’ রচনায় পরোপকারই পরম ধর্ম।
৪। পাছায় জোটে না ত্যানা’ রােকেয়া সাখাওয়াত হােসেন কোন প্রসঙ্গে কাদের সম্পর্কে একথা বলেছেন?
উত্তরঃ চাষাদের প্রসঙ্গে বলেছেন। চটকল আর পাটকল;-এক একটা জুট মিলের কর্মচারীগণ মাসিক ৫০০-৭০০ (পাঁচ কিম্বা সাত শত) টাকা বেতন পাইয়া নবাবী হালে থাকে, নবাবী চাল চালে, কিন্তু সেই জুট (পাট) যাহারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে,- ‘পাছায় জোটে না ত্যানা!’ ইহা ভাবিবার বিষয় নহে কি?
৫। নেকলেস’ গল্পের লেখক গী দ্য মােপাসাঁর পুরাে নাম কী?
উত্তরঃ নেকলেস’ গল্পের লেখক গী দ্য মােপাসাঁর পুরাে নাম Henri René Albert Guy de Maupassant.
৬। নিম্নোক্ত বাক্যটি শুদ্ধ কর-
দারিদ্রতা ও দূর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ চাই ।
শুদ্ধ বাক্যঃ দারিদ্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ চাই।
৭। ঋণ, রণ, বর্ষা, কর্ষণ শব্দগুলাের বানানে কোন নিয়ম অনুসৃত হয়েছে?
উত্তরঃ ণ ত্ব বিধানে ঋ, র ও ষ এর পরে ণ হয়।
৮। সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ মেজে-ঘষে পরিষ্কার করা।
৯। চরিতাভিধান কী?
উত্তরঃ মানুষের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা।
১০। বীরবল কে? বাংলাভাষার ক্ষেত্রে তিনি কী করেছেন?
উত্তরঃ বীরবল হচ্ছেন প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যের চলিত রীতির প্রববর্তক।
ইংরেজি
১১ | Define gerund and use it in a sentence.
Ans: A verbal is formed using a verb, but it functions as a different part of speech in the sentence. Gerunds function as nouns in the sentence. Typically, a gerund is used as a “thing” or an “idea,” and gerunds always end in “-ing”. … Examples of gerunds or gerund phrases used as the subject: Singing is one of my hobbies.
১২। What are the four basic language skills?
The Four Basic Language Skills:
1. Listening: When people are learning a new language they first hear it spoken.
2. Speaking: Eventually, they try to repeat what they hear.
3. Reading: Later, they see the spoken language depicted symbolically in print.
4. Writing: Finally, they reproduce these symbols on paper.
১৩। Translate into English: সেদিন যদি বৃষ্টি হতাে তা হলে আমরা পিকনিকে যেতাম না।
Ans: If it rained that day, we would not go to Picnic.
১৪। Use the verb ‘open’ as transitive and intransitive in separate sentences.
Transitive: Salam opened the book.
Intransitive: The door opened automatically.
১৫। Who is Shakespeare?
Ans: William Shakespeare was an English poet, playwright, and actor, widely regarded as the greatest writer in the English language and the world’s greatest dramatist. He is often called England’s national poet and the “Bard of Avon”.
১৬। Change the narration: He said to me, “Do you know where she went last Sunday?”
Ans: He asked me if I knew where she had gone last Sunday.
১৭। Quote the first two lines of the poem “I have Seen Bengal’s Face”.
I have seen Bengal’s face, that is why I do not seek
Beauty of the earth any more: I wake up in the dark
১৮। State the difference between ‘many’ and ‘much’.
Ans: Many is countable determiner and much is uncountable determiner.
১৯। We can go to the party if your sister gets ready on time. Identify the clauses in this sentence.
Principal Clause: We can go to the party
Sub ordinate Clause: if your sister gets ready on time ( Adverbial Clause)
২০। What is a metaphor?
Ans: A figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable. A metaphor is a figure of speech that, for rhetorical effect, directly refers to one thing by mentioning another. It may provide clarity or identify hidden similarities between two ideas. Metaphors are often compared to other types of figurative language, such as antithesis, hyperbole, metonymy and simile.
RU A Unit Group 2 SAQ or Written Question Solution
প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০
A ইউনিট (Group-2) Short Answer Questions (SAQ)
পূর্ণমান: ৪০ সময়: ৪০ মিনিট [প্রত্যেক প্রশ্নের মান ০২]
বাংলা
- “মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।” -উক্তিটি কার?
- সমাস’ শব্দের অর্থ কী?
- ‘আপামর’ শব্দটিতে ‘পামর অর্থ কি?
- জনমতের বিরুদ্ধে যেতে শােষকরাও ভয় পায়।’ -এখানে কোন্ জনমতের কথা কে বলেছেন?
- ব্যাকরণে ‘বচন’ বলতে কী বােঝায়?
- নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!’- চরণের অর্থ বুঝিয়ে লেখ ।
- কৃষকনেতা নূরলদীন সাধারণ মানুষকে কিভাবে ডাক দিয়েছিলেন?
- জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে?
- কমলাকান্তের দপ্তর’ কী ধরনের গদ্য রচনা?
- মাঘের সন্ন্যাসী’ বলতে কবি সুফিয়া কামাল কী বুঝিয়েছেন?
ইংরেজি
১১। What do you understand by the term ‘Diaspora’?
১২। Nobody is free from error. Make it affirmative.
১৩I Make a sentence on the following structure: subject+verb+object+objective complement.
১৪। Transform the word ’emphasis’ into a verb and make a sentence with that verb.
১৫I Use “why you are late” as an adjective clause in a sentence.
১৬। have done well in the exam. Rewrite the sentence using the antonym of ‘well’.
১৭। What is a linking Verb?
১৮। What is the difference between a transitive and an intransitive verb?
১৯। What was Tereshkova’s contribution to Russian politics?
২০। Translate into Bangla: Grasp all lose all.
Click here for A unit question solution PDF
RU B unit question solution
- Exam Name: B Unit (Commerce and Non Commerce)
- Faculty: Faculty of Business Study and Institute of Business Study (IBA).
- Exam Date: 21-10-2021
- Time: Group-1: Commerce (Roll: 10001-18637) & Group-2: Non-Commerce (Roll: 80001-87095). 3 PM to 4.45 PM.
- Exam Type: MCQ & SAQ.
RU C unit question solution
- Exam Name: C Unit (Science)
- Faculty: Faculty of Science; Faculty of Biology and Geo sciences; Agriculture faculty and engineering faculty.
- Exam Date: 22-10-2021
- Time: Group-1: Science(Roll: 10001-25257) & Group-2: Science (Roll: 50001-65256)Group-3: Non-Science(Roll: 80001-80716)
- Exam Type: MCQ & SAQ.
Rajshahi University Admission Result 2021
Rajshahi University Marks Distributions
In the Rajshahi University admission test, you need to answer 60 marks MCQ questions and 40 marks written questions. So the total mark is 100. The good news is for all of you that, there is no negative marking for any incorrect answer. So you do not need to get tensed about the incorrect answers as it will not negatively impact on your total marks. We hope you all will make a good result and fulfill your dream.
Rajshahi University Exam Routine
Total duration of examination: 1 hour and 45 minutes
*First 50 minutes: MCQ examination
**Next 15 minutes: Collection of MCQ answer sheet and distribution of SAQ (written examination) answer script
**No examinee is allowed to go out from examination
We always wish your success and hope that you will do the best for the country after completing your academic session. We have already provided the Rajshahi University Question Solve with a view to making your journey easier. Hopefully, our Rajshahi University Question Solve will help you a lot.