চাকরির খবর

১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান |

১ জুন ২০২৫ ৪র্থ ধাপে সারাদেশের মোট ১৫ টি জেলায় প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হল। এর আগে 3 টি ধাপে অন্যান্য জেলা গুলোতে ও Primary Assistant Teacher Exam অনুষ্ঠিত হয়েছে। যাইহোক, আজকে যারা প্রাইমারী সহকারী শিক্ষক পরীক্ষা দিয়েছেন তারা হয়তো প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আর দেরী নয় নিচে সবগুলো প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে মিলিয়ে নিন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান :

✔১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী
✔২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি+ ষ্ণ=সার্বভৌম
✔৩. সঠিক বানান- ভবিষ্যৎ
✔৪. I know where he lives which type of sentence-Complex Sentence
✔৫.লোক সাহিত্য কাকে বলে- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান,ছড়া ইত্যাদিকে
✔৬. ৯০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী- ৯০ ডিগ্রী
✔৭. x + 1/x= 6 হলে x/x^2+x+1 কত?- 1/7
✔৮. A reward has been announced for the employees who—– hard. – have worked
✔৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪
✔১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ? – ৮৯
✔১৪.বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা
✔১৫. আগামীকাল তিনদিন পর যেদিন আসবে তা শনিবার।গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল? – শনিবার
✔১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় –১৯৫০
✔১৭. এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরিরাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি- রবিঠাকুরের কোন কবিতার অংশ- দুই বিঘা জমি
✔১৮. x^3 +1 and x^2 -1 এর লাসাগু- (x +1) (x-1) (x^2-x+1)
✔১৯. A person who writes about his own life- Autobiography
✔২০. সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ সর্বাঙ্গে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ – অধিকরণে ৭মী
✔২১. He was absorbed—— deep thought. -in
✔২২. এডামস পিক তীর্থস্থানটি কোথায়- শ্রীলংকায়
✔২৩.মন না মতি বাগধারার অর্থ- অস্থির মানব মন
✔২৪.ন্যাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ-ক্ষুদ্রার্থে
✔২৫.সব ঝিনুকের মুক্তা মেলে না- এর ব্যাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি- অপাদানে সপ্তমী
✔২৬.ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি হয়- ১২ টি
✔২৭.সংবিধান এর সন্ধি বিচ্ছেদ- সম +বিধান
✔২৮.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত- বেলজিয়াম
✔২৯.The boy from the village said “I…….. starve then beg” – Would rather
✔৩০.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি – মহেশখালী
✔৩১.A rolling stone gathers no moss. What “rolling” is ? – participle
✔৩২. শতকারা ১টাকা হার সুদে ১তাকার সুদ ১টা হবে কত বছরে- ১০০ বছর
✔৩৩. A swimming snake bit him in the leg. Here swimming is- Gerund
✔৩৪. I always take an umbrella —-it train. – in case
✔৩৫.URL হলো- Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
✔৩৬. গ্রাউন্ড জিরো – ৯/১১
✔৩৭.পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
✔৩৮. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে – আমার যাওয়া হবে না
✔৩৯. ব্যাষ্টি এর বিপরীত শব্দ- সমষ্টি
✔৪০. Famous antonyms- obscure
✔৪১.শব্দ ও ধাতুর মূলকে কি বলে- প্রকৃতি

✔৪২.যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্ত তার ফল এখনো রয়েছে তাকে বলে- পুরাঘটিত বর্তমান
✔৪৩. Indefinite pronoun- Anybody
✔৪৪.ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন
✔৪৫. The passive form of the sentence, “Some children were helping the wounded man”- The wounded man was being helped by some children
✔৪৬. শ্বশ্রূ অর্থ- শাশুড়ি
✔৪৭.বাংলা সাহিত্যের কাকে ছন্দের জাদুকর বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্ত
✔৪৮.আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কি দামে বিক্রয় করলে গড়ে তার ৫টাকা লাভ হবে- ২২
✔৪৯. x^2-x+1
✔৫০. পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫,৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়- ৯০
✔৫১. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি- যুক্তরাজ্য
✔৫৩. which sentence is correct- He is as good as me
✔৫২. (a-b) , (a2-ab)(a2-b2) এর লসাগু – a(a2-b2)
✔৫৪. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়- হরমোন
✔৫৫.একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল – ট্রাপিজিয়াম
✔৫৬. চাষাভুষার কাব্য কার লেখা – নির্মলেন্দু গুণ
✔৫৭. বাড়ি থেকে দেখায়া যায়- কোন কারক কোনটি – অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
✔৫৮. একটি গাড়ী ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট৩০ সেকেন্ড উহা কতদূর যাবে?- ৩.৩ কিলোমিটার
✔৫৯. একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে ,মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে ? -৩.৫ কি.মি.
✔৬০. What type of noun the word chemistry is – abstract noun
✔৬১.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১
✔৬২.যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা।
✔৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজ্রুল ইসলাম
✔৬৫.The birds and the bees means- The basic facts about sex
✔৬৬.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
✔৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪
✔৬৮.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
✔৬৯. a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
✔৭০.কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? – ২৫
✔৭১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার
✔৭২.কোনটিতে মধ্যেস্বর লোপ ঘটেছে- গামছা
✔৭৩. when i saw the gardener, he…. tree– cut down
✔৭৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩
✔৭৫.Choose the correct sentence- the rich are not always happy
✔৭৬. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন
✔৭৭.স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল
✔৭৮.যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি- অম্ল
✔৭৯.সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-১৮২৯
✔৮০. ক্ষুদ্রতম সংখ্যা- ৫/২১

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.