জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি ও এম মিউজ শেষপর্ব (আইসিটি সহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় ২৭ নভেম্বর হতে ১২ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mf ও www.nu.edu.bd থেকে জানা যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এম এসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ২৩ নভেম্বর শুরু হবে। ওইদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।