বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,

বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছুদের জন্য আবাসনের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৫-১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যাদের আবাসনের কোনো ব্যবস্থা নেই তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালের প্রশাসন।

আবাসনের বিষয়ে কথা বললে প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। যে সকল শিক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা নেই তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ আবাসনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, এ বছর ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ৩২৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১,০৩,৯৯৪টি। বিশ্ববিদ্যালয়সহ ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবাসনের জন্য যোগাযোগ- পরীক্ষা নিয়ন্ত্রক-০১৭১৮৪৪৪৪১০, উপ-পরিচালক-০১৭১১৫৮১৭৩১, সহকারী পরিচালক- ০১৭১২৩৩৫৯৪৩, সহকারী রেজিস্টার- ০১৯১৩৭০০৭৮৯, হিসাব কর্মকর্তা- ০১৯১৬৩৮০৬৯৩, অডিট অফিসার- ০১৭১২০৮৩৭০৩, কিপার অফিসার- ০১৭১১৩৯৭৯০৮, সেকশন অফিসার- ০১৭২২৪৫১৪১৫, প্রশাসনিক কর্মকর্তা-০১৭১০৯১১০১৯।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.