শিক্ষাবৃত্তি

পিএসসিঃ কেন্দ্র বিদ্যালয়ের পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে পরীক্ষা নেয়ার দাবি

জেএসসির মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কেন্দ্র বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী কেন্দ্রে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে সমিতির সভাপতি এম এ ছিদ্দিক এবং সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আযাদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অন্যতম পাবলিক পরীক্ষা। শিক্ষার মান মর্যাদা এ পরীক্ষার সাথে জড়িত। এ পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের হলেও কেন্দ্রভিত্তিক সর্বোচ্চ নিয়ন্ত্রক থাকেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। কেন্দ্র সচিব প্রধান শিক্ষকরা তার বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আসন বিন্যাস নিজ বিদ্যালয়ে করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনসহ উত্তরপত্র নির্ভুলভাবে লিখতে সহায়তা করেন। এছাড়া নৈব্যক্তিক প্রশ্নের সব উত্তর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কৌশলে সমাধান করে দেন। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের হাতে খড়ি পাচ্ছে।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নেতারা বলেন, ২০২৫ খ্রিস্টাব্দের ১৭ মে রাজধানীর ডেমরা থানা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আবেদন করা হলেও পূর্বের মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। তাই ২০২৫ খ্রিস্টাব্দের পরীক্ষায় কেন্দ্র বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী কেন্দ্র পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.