jsc ফলাফল 2018

চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৮১.১৭ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, জেএসসি পরীক্ষায় এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ। শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ১২৭টি কেন্দ্রে ৭৫৯টি স্কুলের ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম মহানগরীতে ৩৯টি কেন্দ্রে ২০৭টি স্কুলের ৪২ হাজার ৮৪৪ জন, কক্সবাজার জেলায় ৩৩টি কেন্দ্রে ১৭২টি স্কুলের ২৬ হাজার ৭৩০ জন, রাঙামাটি জেলায় ২৩টি কেন্দ্রে ১২৭টি স্কুলের ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়ি জেলার ২২টি কেন্দ্রে ১০০টি স্কুলের ১১ হাজার ২৮৬ জন ও বান্দরবান জেলায় ১৩টি কেন্দ্রে ৫৪টি স্কুলের ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.