প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
ক) তাপ সঞ্চালন কাকে বলে ?
তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রায় স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তন কে তাপ সঞ্চালন বলে।
তাপ সঞ্চালন হল তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।
তাপ সঞ্চালন প্রক্রিয়াঃ
তাপ তিন পদ্ধতিতে এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়। যথাঃ-
১। পরিবহন
২। পরিচলন
৩। বিকিরণ