সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?
বন্ধনীর ভিতরে সেটের উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে লেখাকে তালিকা পদ্ধতি বলে।
সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা:
১। তালিকা পদ্ধতি (Tabular Method বা Roster Method)
এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে।
২। সেট গঠন পদ্ধতি (Set Builder Method)
এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে।
আরও দেখুন…