viruses in plant bodies

উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।

Assignment: উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।? সপ্তম শ্রেণি (৭) দ্বিতীয় সপ্তাহের Assignment এবং সমাধান

উত্তর: উদ্দীপকে দ্বিতীয় অনুজীব কি হলো ব্যাকটেরিয়া। অর্থনৈতিক দিক থেকে ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম তার নিচে বিশ্লেষণ করা হলো:

ব্যাকটেরিয়া হল আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী ও অণুবীক্ষণিক জীব।
ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, দন্ডাকার, কম আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে।
ব্যাকটেরিয়া মৃত জীব দেহ ও আবর্জনা পৌঁছাতে সাহায্য করে। যার ফলে খুব সহজেই জৈব সার বানানো সম্ভব হয়।
পাট থেকে আট ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এতে বিদেশে পাট রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
দই তৈরি করতেও ব্যাকটেরিয়া সাহায্য নিতে হয়।
বিভিন্ন জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
ব্যাকটেরিয়া জিন প্রকৌশল এর মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্খিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তন এর কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়।

উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় ব্যাকটেরিয়া অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।

আরও দেখুনঃ

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.