ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। উল্লেখিত প্রশ্নের 1 নং প্রশ্নের সমাধান করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি।
এখানে,
টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার,
টেবিলের প্রস্থ ৫০ সেন্টিমিটার
পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ
( ১০০ X ৫০ ) বর্গ সেন্টিমিটার
৫০০০ বর্গ সেন্টিমিটার
৫০০০/(১০০)২ বর্গমিটার।
= ০.৫ বর্গমিটার
সুতরাং, পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার ।