women in agriculture

সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করো।

সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করো। অনুধাবন মূলক এ প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।একটু পরেই প্রকাশ করা হবে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, সমাধান পত্র তৈরির কাজ চলছে।

সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তোমার পরিবারের সম্পদগুলো চিহ্নিত করো?

বাড়িঘর জমিজমা টাকাপয়সা আসবাবপত্র সরঞ্জাম ইত্যাদিকে সম্পদ হিসেবে আমরা সবাই জানি। এগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি। তবে গৃহ ব্যবস্থাপনার ধারাবাহিক স্তর থেকে আমরা জেনেছি যে, পরিবারের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করা হয়। এখানে চাহিদা পূরণের হাতিয়ারকে সম্পদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী আমার পরিবারের সম্পদঃ

মানব সম্পদ

  1. শক্তি
  2. সময়
  3. দক্ষতা

অমানবীয় বা বস্তুগত সম্পদ

  • জমিজমা
  • বাড়ি
  • বস্তু সামগ্রী

আরও পড়ুন …

অর্থ দিযে কোন কোন কাজগুলো করা যায় ব্যাখ্যা করো।

তোমার ঘর পারিপাটি ও পরি রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলো অবলম্বন করবে তা উল্লেখ করো।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.