পানিতে ফোন ভিজে গেলে কী করবেন ২০২৬? জেনে নিন

আমরা যারা স্মার্ট ফোন ব্যাবহার করি মাঝে মাঝে স্মার্টফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবার এমন কিছু সমস্যা রয়েছে যেগুলো আমরা ইচ্ছাকৃত ভাবে না করলেও অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। যেমন ফোনের ভিতরে ঢুকে যাওয়া। যদি আপনার ফোনে কখনো পানি ঢুকে যায় তাহলে কিভাবে ঠিক করবেন অথবা কি করনীয় কি কি? তা নিয়ে কি কখনো ভেবেছেন! যদি ভেবে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই।

আজকের এই আর্টিকেলটিতে আমরা পানিতে ভিজে গেলে কি করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। এতে করে দেখা যাবে যদি কখনো আপনার ফোন পানিতে পড়ে অথবা কোন কারণে আপনার ফোনটি পানিতে পড়ে যায়। আর যদি আপনি সেই ফোনটি আবার ঠিক করার জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যেতে চান। তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে।

এতে করে আপনার ফোনটি মেকারের কাছে নেওয়ার পরও ভালো থাকবে। কেননা অনেক সময় দেখা যায় যে যদি কোন ফোন পানিতে ডুবে যায় বা পানি ভিতরে ঢুকে যায়। তাহলে সেই ফোনের কিছু সাথে সাথে কাজ আছে করণীয়। যে কাজগুলো ফোনের না করলে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগেই ফোনটি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সমস্যা গুলো যাতে না হয় এ কারণে আপনার অবশ্যই জানা উচিত যে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আপনার করণীয় কি।

আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনি জানতে পারবেন মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আপনার প্রথমেই যে কাজ গুলো করতে হবে সে কাজ গুলো সম্পর্কে। আশাকরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি

মোবাইল ফোন পানিতে পড়ার সাথে সাথে আপনার করনীয় কি সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এতে করে ফোন ঠিক করার আগ পর্যন্ত ভালো থাকবে। তো চলুন জেনে নেয়া যাক মোবাইল গেলে কি করতে হবে

ভেজা ফোনটি বন্ধ করা

যখন কোন কারণে আপনার ফোনটি পানিতে পড়ে যাবে অথবা আপনার ফোনের ভিতরে পানি প্রবেশ করবে। তখন প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হল সাথে সাথে ফোনটি অফ করে দেওয়া। হ্যাঁ সাথে সাথে ফোনটি যত তাড়াতাড়ি পারা যায় অফ করে দিবেন। সাথে সাথে ফোনটি যদি আপনি অফ করে দেন তাহলে ফোনটি যে সবসময়ে কাজ করতে থাকে সে কাজটা আর করবে না।

যদি পানি ভিতরে যায় আর ফোনটা ও যদি কাজ করে তাহলে ফোনে থাকা বিভিন্ন যন্ত্র জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। কেননা ফোনের ভিতরে এমন কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলো পানি পাওয়ার কারণে দুই লাইন এক হয়ে জ্বলে যায় যেমন মাদার্বোর্ড। এতে করে পরবর্তী সময় আপনি ফোনটি করতে গেলে আর ভালোভাবে ঠিক করতে পারবেন না। আর এই কারনেই যদি ফোন কখনো পানিতে পড়ে যায়। তাহলে প্রথমেই আপনাকে ফোনটি অফ করে দিতে হবে।

সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করুন

  • ফোন ON থাকলে সাথে সাথে OFF করুন
  • চার্জে লাগানো থাকলে খুলে ফেলুন

ভেজা ফোন শুকাতে দিন

কোন কারণে বা কোন ভুলে যদি আপনার স্মার্টফোনের ভিতরে পানি প্রবেশ করা যায়। তাহলে যত তাড়াতাড়ি পারা যায় ফোনের ব্যাটারিটা খুলে ফেলবেন। খোলার পরে ফোন টা যত টা পারা যায় শুকাতে দিন। শুকাতে দিলে দেখা যাবে যে, আপনার ফোনে যে পানি ঢুকে ছিল সেই পানি সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে। আর আপনার ফোনটি একটু আগের তুলনায় অনেক কম রিক্স থাকবে।

কেননা যদি আপনি ফোন পানিতে পরার সাথে সাথে ব্যাটারি শুকাতে না দেন। তাহলে পরবর্তী সময় দেখা যাবে পানি থাকার কারণে আপনার ফোনের যে আইসি ও মাদারবোর্ড রয়েছে সেগুলো একাকার হয়ে জ্বলে পুড়ে যাবে। জ্বলে যাওয়ার কারণে যদি পরবর্তীতে ঠিক করতে যান তাহলে পুরো মাদারবোর্ডই আপনাকে পাল্টাতে হবে। যেটা পাল্টাতে গেলে আপনাকে আরো বেশি টাকা খরচ করতে হবে

আর এই কারণে যদি কোনো কারণে পানিতে পড়ে যায় তাহলে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো ফোনটা খুলে রোধে শুকাতে দেওয়া। রোদে শুকাতে দিলেই আপনার ফোনটি আগের তুলনায় অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সেই সাথে আপনার ফোনের কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ফোন পানিতে পড়ার সাথে সাথে যতটা পারা যায় শুকাতে দেওয়া উচিত। আর যখন আপনার ফোনটি ঠিক করতে যাবেন তখন দেখবেন আপনার ফোনে তেমন কোনো ক্ষতি হয়নি।

সিলিকা জেল বা চাল ব্যবহার (ঐচ্ছিক)

  • থাকলে Silica Gel সবচেয়ে ভালো
  • না থাকলে চালের মধ্যে রেখে দিন (কমপক্ষে ২৪ ঘণ্টা)

পুরো শুকানোর পর চালু করুন

  • ২৪–৪৮ ঘণ্টা পর চালু করুন
  • সমস্যা হলে চার্জ না দিয়ে সার্ভিস সেন্টারে যান

যেগুলো একদম করবেন না

🚫 ভেজা অবস্থায় ফোন চালু করবেন না
🚫 চার্জে লাগাবেন না
🚫 হেয়ার ড্রায়ার / গরম বাতাস দেবেন না
🚫 রোদে শুকাতে দেবেন না
🚫 ঝাঁকিয়ে পানি বের করার চেষ্টা করবেন না

🚫মাইক্রোওয়েভে রাখবেন না: এটি ফোন ধ্বংস করে দেবে

বিশেষ টিপস

  • লবণ পানি / সমুদ্রের পানি হলে দ্রুত সার্ভিস সেন্টারে নিন
  • ফোনে যদি Water Damage Indicator (LDI) লাল হয়ে যায়, ওয়ারেন্টি নাও থাকতে পারে

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারলেন যে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আপনাকে কি কি করতে হবে। এরপরও যদি কোনো কারণে আপনি বুঝতে না পারেন যে, মোবাইল ফোন পানিতে পড়ে গেলে আপনাকে কি কি করনীয় বিষয় আছে। এগুলো সম্পর্কে বুঝতে না পারলে বা না জানলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব।

About Author

Srabon Mahamud
জানতে ও জানাতে চাই।