জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিগ্রী ১ম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের নিয়মিত ছাত্রছাত্রীদের ১ম বর্ষ ডিগ্রি পরীক্ষা এবং অনিয়মিত / প্রাইভেট ছাত্রছাত্রীদের সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু হয় গত ১২ই মে ২০২৫। ২০২৫ সালের ডিগ্রী ১ম বর্ষের রুটিন এবং সার্টিফিকেট কোর্স পরীক্ষার রুটিন গত ১৮ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করা হয়। প্রতিদিন ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে এবং পরবর্তীতে পবিত্র রমজান মাসের জন্য ১৬/০৫/২০২৫ থেকে ১৩/০৬/২০২৫ তারিখের ভিতরে অনুষ্ঠিত পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।
NU Degree 1st Year Result 2025
The National University of Bangladesh has published the Degree 1st-year results in 2025 at 26 September 2025. Degree 1st-year examination 2025 for the examination year of 2025 has completed at 23rd May 2025 and the Degree 1st-year result will be published at 26 September 2025.
Degree First Year Result 2025 Published Date
Last year the National University’s Degree First Year result was published on October 8, 2025. Accordingly, this year is likely to be published on 26th September 2025. This year, a total of 321997 examinees participated in degree first-year examination from 1864 colleges in 693 centers all over the country. The 1st year degree examination of the 2025-2025 session was started date on 20/04/2025 and ended on 23/05/2025. Generally, NU results are published within 3-4 months after the end of the examination.
NU Degree 1st Year Result 2025 Downlaod
এতে জানানো হয়, সারা দেশের ১৮১৬টি কলেজের মোট ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৩১।
ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি ১ম বর্ষ রেজাল্ট ২০২৫
ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd/results/। তারপর রেজাল্ট পেজের বাম পাশের সার্চ অপশন থেকে ডিগ্রি ১ম বর্ষ পছন্দ করুন এরপর সার্চ বক্সে আপনার রোল/ রেজিস্ট্রাশন নম্বর এবং পরীক্ষার বছর দিয়ে সার্চ করুন। পেয়ে যাবেন আপনার ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৫ / সার্টিফিকেট কোর্সের রেজাল্ট ২০২৫।
এসএমএস এর মাধ্যমে ডিগ্রী রেজাল্ট ২০২৫ পেতেঃ
খুব সহজেই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আপনার ১ম বর্ষ ডিগ্রী রেজাল্ট এবং সার্টিফিকেট কোর্সের রেজাল্ট। এসএমএস এর মাধ্যমে ডিগ্রি রেজাল্ট 2025 পেতে নিচের নিয়ম অনুসরণ করুন।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU স্পেস DEG স্পেস আপনার রেজিস্ট্রেশন/রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে।
উদাহরণঃ NU DEG 123456 send 16222
কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে অথবা যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে q nu deg Reg. No লিখে 16222 নম্বরে Send করলে ফল জানা যাবে । এছাড়া ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি/অভিযোগ থাকলে প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের জন্য ০৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।