Science Assignment

দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো।

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট এ পুষ্টি বিষয়ক একটি প্রশ্ন দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।

https://i.imgur.com/E1p3rfc.jpg

দুধ হল কলয়েড জাতীয় মিশ্রণ। এ জাতীয় মিশ্রণে অতিক্ষুদ্র কোন বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনই কোন তলানি পড়ে না। দুধ হল পানি ও চর্বির কলয়েড। যেখানে চর্বির কণাগুলাে পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে এর কখনােই চর্বির তলানি পড়ে না। দুধে পানির পরিমাণ বেশী। তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে ডিসপারসড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলাের আকার ১-১০০০ ন্যানােমিটার হয়ে থাকে।

আরও দেখুনঃ

এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.

2 Comments

  1. Joynal
    November 29, 2020

    Where is the 3rd question of5th week

  2. December 6, 2020

    Nice l lovet