letter writing

মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ

মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ


মাহিন / মোহনা
ঢাকা
১৩ ই নভেম্বর ২০২৫
 
প্রিয় নাফিস / নাফিসা,
আমার প্রীতি ও ভালোবাসা নিশ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছিস। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ/ সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদ / সাজেদার  পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া সাজিদ/ সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুনাময় মহান আল্লাহতালার কাছে দোয়া করতে বললেন।
আমার বন্ধু সাজিদ / সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস। মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারের সকলে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাযতে রাখেন।
ইতি 
তোর বন্ধু মাহিন / মোহনা

করােনা ভাইরাসে আক্রান্ত হলে তােমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি:

কান্দিরপাড়, কুমিল্লা
তারিখ: ৫-১২-২০২৫ ইং

প্রিয় নাফিস,

প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ তোমার হাতে লেখা চিঠি পেলাম। তুমি ভালো আছো জেনে আমি অত্যন্ত আনন্দিত ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। একটি অত্যন্ত বেদনার খবর দেয়ার জন্য আজ তোমাকে লিখতে বসেছি।

তুমি জেনে খুবই কষ্ট পাবে যে, আমার বন্ধু সাজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সম্প্রতি তার করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তার এই আকস্মিক দুঃসংবাদ আমাদের অনেক কষ্ট দিয়েছে। সাজিদের বড় ভাই প্রবাসী ছিলেন। তিনি দেশে ফিরেছেন কয়েকদিন আগে।

পরে জানতে পারা যায়, সাজিদের ভাইয়ের থেকেই সাজিদের শরীরে করোনাভাইরাস প্রবেশ করেছে। সাজিদ এখন আইসোলেশনে আছে। অনেকদিন সাজিদ এর সাথে দেখা করতে পারছি না।

বলা যায়, এখন সে একঘরে হয়ে আছে। ফোনালাপে জানতে পারি, সাজিদ এখন অত্যন্ত অসুস্থ।

তার মা অনেক কান্নাকাটি করছিল। আন্টিকে কোনমতে সান্ত্বনা দিয়েছি। সাজিদের সুস্থতা কামনা করছি। লিখতে পারছি না বন্ধু।

আজ আর নয়। সাজিদের জন্য দোয়া করো। তুমি নিজেও অনেক সতর্ক থেকো।

ইতি

তোমার বন্ধু নাফিস

চিঠি লেখা শেষে খাম আঁকতে হয়।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.