home science

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর;

শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;

গৃহের গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান
অনানুষ্ঠানিক স্থান
কাজের স্থান

গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান।

গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা-

  • ১। আনুষ্ঠানিক স্থান
  • ২। অনানুষ্ঠানিক স্থান
  • ৩। কাজের স্থান।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি-

  • শোবার ঘর,
  • ড্রইং রুম,
  • রান্নাঘর,
  • খাওয়ার ঘর,
  • পড়ার ঘর,
  • বাথরুম ।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঃ

আনুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • ড্রইং রুম,
  • খাওয়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • • অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি।
  • • তাদের থাকার ব্যবস্থা করে থাকি।

অনানুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • শোবার ঘর,
  • পড়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • • এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই।
  • • এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি।

কাজের স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • রান্নাঘর,
  • বাথরুম।

সম্পাদিত কাজ-

  • • এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়।
  • • এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে।

 

গৃহের গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান
  • ড্রইং রুম,
  • খাওয়ার ঘর।
  • অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি।
  • তাদের থাকার ব্যবস্থা করে থাকি।
অনানুষ্ঠানিক স্থান
  • শোবার ঘর,
  • পড়ার ঘর।
  • এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই।
  • এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি।
কাজের স্থান
  • রান্নাঘর,
  • বাথরুম
  • • এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়।
  • • এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে।

আরও দেখুনঃ

১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।

About Author

I hope you are enjoying this article. Thanks for visiting this website.