ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ আমার দেশে এখন খুঁজে পাওয়া খুবই কঠিন একটা বিষয়। তো বিভিন্ন কারণে ফেসবুক থেকে আমাদের নানান তথ্য লিক হয়ে যেতে পারে। আর এই কারণে আপনারা চাইলে ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারেন।
যদি আপনি জেনে না থাকেন যে ফেসবুক প্রটেক্ট কি? ও ফেসবুক প্রটেক্ট কিভাবে চালু করবেন? তাহলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে, কিভাবে ফেসবুক প্রটেক্ট কি ও কিভাবে চালু করত হয়? তো চলুন জেনে নেয়া যাক ফেসবুক প্রটেক্ট কি ফেসবুক প্রটেক্ট কিভাবে চালু করতে হয়।
ফেসবুক প্রটেক্ট
বর্তমান সময়ের সব কিছুর সাথে সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিরাপদ রাখার জন্য বিভিন্ন ধরনের ফিচার চালু হয়েছে। যার মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাদের নিজের বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখতে পারে।
ঠিক তেমনই একটি ফিচার হল ফেসবুক প্রটেক্ট। ফেসবুক প্রটেক্টটি চালু করার মাধ্যমে নিজের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে যেমন রক্ষা করা যায় ঠিক তেমনি বিভিন্ন ধরনের সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়
ফেসবুক প্রটেক্ট কি?
যদি কখনো কোনো কারনে মনে করেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেকোনো অন্য সময় হ্যাক হয়ে যেতে পারে। এরপরে আপনার আইডি থেকে ভুয়া কোন বার্তা পোষ্ট হতে পারে। তাহলে আপনি ফেসবুক প্রটেক্ট চালু করে এই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচতে পারেন।
বর্তমানে ফেসবুক বিভিন্ন ভুয়া, বিদ্বেষমূলক পোষ্ট, হ্যাককৃত আইডির মাধ্যমে করা থেকে বাঁচাতে তাদের বিভিন্ন ব্যবহারকারীর ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য নতুন ফিচারটি চালু করেছে।
এটি প্রথম দিকে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন অফিসারদের জন্য চালু করা হয়েছিল। যাতে করে তারা তাদের রাজনীতিকে বিভিন্ন তথ্য বা বার্তা জনসাধারণ কাছে নিরাপদ ভাবে আদান প্রদান করতে পারতো।
কিন্তু বর্তমানে ফেসবুক প্রটেক্ট সবার জন্য চালু করা হয়েছে। যদি আপনি চান তাহলে আপনি নিজেও আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক প্রটেক্ট চালু করতে পারবেন।
ফেসবুক প্রটেক্ট ব্যবহার কেন করবেন?
ফেসবুক প্রটেক্ট চালু করার মাধ্যমে আপনি আপনার একাউন্ট বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সেইসাথে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার হাত থেকে অনেকটা পরিমাণে বেঁচে যেতে পারে। ফেসবুক প্রটেক্ট চালু করার জন্য ফেসবুক কতৃপক্ষ নিজেই আপনাকে ইমেইলের মাধ্যমে জানাতে পারে।
যে আপনার ফেসবুক আইডিতে প্রটেক্ট অপশনটি চালু করে দিন। যদি আপনি এরকম কোন বার্তা ফেসবুক থেকে পান তাহলে অবশ্যই সাথে সাথে ফেসবুক প্রটেক্ট চালু করে দেওয়ার চেষ্টা করবেন।
নয়তো আপনার অ্যাকাউন্টটি ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে এমনকি আপনার অ্যাকাউন্টটি বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। যদি না আপনার সুযোগ প্রটেক্ট চালু করে রাখেন।
তো চলুন জেনে নেয়া যাক এবার কিভাবে আপনার ফোনে ফেসবুক প্রটেক্ট নামক অপশনটি চালু করবেন এবং আপনার একাউন্ট থেকে ভুয়া পোষ্ট করা থেকে নিরাপদে রাখতে পারবেন।
ফেসবুক প্রটেক্ট চালু করার নিয়ম
ফেসবুক প্রোটেক্ট এবার কিভাবে চালু করবেন এটা এবার জেনে নেওয়া যাক। তবে সব সময় চেষ্টা করবেন যদি পারা যায় তাহলে ফেসবুক অ্যাপ এর মাধ্যমে ফেসবুক প্রোটেক্ট করে চালু করে নেওয়ার জন্য।
আর যদি চান তাহলে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক প্রটেক্ট নামক যে এই ফিচারটি চালু হয়েছে সেটা চালু করে নিতে পারবেন। ফেসবুক প্রটেক্ট মোবাইলে চালু করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ এ চলে যেতে হবে।
ফেসবুক অ্যাপ এর চলে যাওয়ার পর হোম বার মেনু সিলেক্ট করতে হবে। এবার হোম বার সিলেক্ট করার পর সেটিং এবং প্রাইভেসি (Setting amd Privacy( নামক অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি (Password and Security) অপশনে।
পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি (Password and Security) অপশনে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে ফেসবুক প্রটেক্ট (Facebook Protect) লেখা একটি অপশনে। এখন আপনি যদি ফেসবুক প্রটেক্ট অফ (Facebook Protect OFF( লেখা দেখতে পেয়ে থাকেন।
তাহলে আরো কয়েকবার সেটাতে ট্যাপ করলে ফেসবুক প্রটেক্ট চালু (Facebook Protect ON) হয়ে যাবে। তখন দেখবেন লেখা থাকবে ফেসবুক প্রটেক্ট ইস অন (Facebook Protect ON)। এভাবে খুব সহজেই ফেসবুক প্রোটেক্ট নামক নতুন ফিচারটি চালু হয়েছে সেটা অন করে ব্যবহার করতে পারবেন।
আশা করি ফেসবুক প্রটেক্ট কি ও ফেসবুক প্রটেক্ট কিভাবে কাজ করে এসব বিষয়গুলো সম্পর্কে আপনার এখন জানতে ও বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনার কিছু জানতে ও বুঝতে না পারেন যে ফেসবুক প্রটেক্ট কি ও প্রটেক্ট কিভাবে কাজ করে!
তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাকে বুঝিয়ে বা জানানোর চেষ্টা করব যে, ফেসবুক প্রটেক্ট কি ও কিভাবে কাজ করে।